আজকাল ওয়েব ডেস্ক: ‘দারুন আতিথেয়তা’, ভারতে ঘুরতে এসে এমনই অভিজ্ঞতা রাশিয়ান যুবকের। ভারতীয়দের আতিথেয়তার বিবরণ দিয়ে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করেন ওই যুবক। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ভারত সম্পর্কে যুবকের মন্তব্য মন কেড়েছে নেটিজেনদের।
সুদুর রাশিয়া থেকে ভারতে ঘুরতে এসেছিলেন যুবক। তারপরেই একটি ভারতীয় পরিবারের সঙ্গে আলাপ হয় তাঁর। সেই পরিবারের সদস্যরা তাঁকে খবার খেতে ডাকেন। ক্ষুদার্থ থাকায় যুবকও ওই পরিবারের প্রস্তাবে রাজি হয়ে যান এবং তাঁদের সঙ্গে খেতে বসেন। তাঁর পোস্ট করা ভিডিওতে এমনটাই জানিয়েছেন ওই যুবক।
ভিডিওতে রাশিয়ান ওই যুববকে খোলা আকাশের তলায় বসে খেতে দেখা যাচ্ছিল। রুটি-সহ বেশ কয়েকরকমের সবজি তরকারি ছিল তাঁর থালায়। এছাড়াও এক ব্যক্তি যুবকের থালায় পাঁপড় পরিবেশন করছিলেন। ভিডিওতে তরিকারির সঙ্গে রুটির এক টুকরো মুখে পুরে রাশিয়ান ওই যুবক বলে উঠেছিলেন ‘ভারি সুস্বাদু’। খাবারের পাশাপাশি যুবককে বেশ কয়েটি ক্যান্ডি লজেন্সও দেওয়া হয়েছিল। তারপর খাবার খাওয়ার পর্ব শেষ হতেই ভারতীয় ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন যুবক। ভিডিওর একদম শেষে যুবক গোটা আভিজ্ঞতার ঘটনার বিবরন দেন যুবক। সঙ্গে তিনি বিশ্ববাসীকে ভারতে ঘুরে আসার পরামর্শ দেন। হিন্দু সংস্কৃতি এবং ভারতীয়দের আধ্যাত্মিকতার কথাও যুবক তাঁর ভিডিওতে তুলে ধরেন। কমেন্টে ভারতীয়রা রাশিয়ান যুবকের প্রতি আপ্লুত হওয়ার প্রতিক্রিয়া দিয়েছেন।
