আজকাল ওয়েবডেস্ক: কখন স্ত্রী কাজের জন্য বাইরে যাবেন, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত স্বামী। স্ত্রী বাড়িতে না থাকলেই মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ত সে। তারপর একটানা যৌন নির্যাতন। দীর্ঘ কয়েক মাস যৌন হেনস্থার পর বাবার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল ১৪ বছর বয়সি এক কিশোরী। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। পুলিশ সূত্রে জানা গেছে, নান্দেড় শহরে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। নিজের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ফাঁকা বাড়িতে নির্জনতার সুযোগে লাগাতার মেয়েকে যৌন হেনস্থা করত বাবা। প্রতিবাদ করেও বাবার যৌন নির্যাতন থেকে রেহাই পায়নি কিশোরী। 

কিশোরীর বয়ান অনুযায়ী, গত আটমাস তার বাবা যৌন হেনস্থা করত। মা কাজে বেরিয়ে যাওয়ার পরেই চরম অত্যাচার শুরু হত। পাশাপাশি বাইরে ফাঁস না করার জন্য হুমকিও দিত। অভিযোগের ভিত্তিতে ৪৫ বছর বয়সি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। 

প্রসঙ্গত, দিন কয়েক আগেই পুনেতে বাসস্ট্যান্ডের মধ্যে একটি বাসে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় শোরগোল পড়েছিল গোটা এলাকায়। এই ধর্ষণকাণ্ডে সম্প্রতি অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার অভিযুক্ত বাবার কুকীর্তি ফাঁস হতেই আবারও তোলপাড় পুনেতে।