আজকাল ওয়েবডেস্ক: রতন টাটাকে হুমকি কল। তদন্তে নেমে অবাক মুম্বই পুলিশ। রতন টাকাকে হুমকি যে দিয়েছে তার নাকি এমবিএ ডিগ্রি রয়েছে। তিনি রতন টাকাকে হুমকি দিয়েছেন যে, সাইরাস মিস্ত্রির মতই নাকি তাঁর অবস্থা হবে। রতন টাটাকে হুমকি আসার পরই কার্যত নড়েচড়ে বসে পুলিশ। একটি বিশেষ দলকে তদন্তের কাজে নামানো হয়। টেলিকম দপ্তরের সহায়তায় সহজেই খোঁজ মেলে অভিযুক্তের। তাঁর বাড়ি কর্ণাটকে। কিন্তু তিনি থাকেন পুনেতে। তবে তাঁর বাড়িতে গিয়ে দেখা গেল তিনি বাড়িতে নেই। নিরুদ্দেশ হয়েছেন তাঁর স্বামী, এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তের স্ত্রী। স্বামীর মানসিক সমস্যা রয়েছে বলেও তদন্তকারী অফিসারদের জানিয়েছেন তাঁর স্ত্রী। দ্রুত অভিযুক্তকে খোঁজার কাজ করছে মুম্বই পুলিশ।
