আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, সৎ সঙ্গে নাকি স্বর্গ বাস হয়। অনেকেই মানেন, একজন মানুষ আদপে কেমন তা বোঝা যায় তিনি কেমন মানুষের সঙ্গে মিশছেন তা দেখে। আসলে পরিবারের সদস্যের সঙ্গে আমাদের যে সম্পর্ক তা জন্ম সূত্রে পাওয়া। কিন্তু বন্ধু আমরা জীবনে চলার পথে পাই। তাই বন্ধুত্বের অন্য রকম গুরুত্ব থাকে। কিন্তু যাঁদের আমরা বন্ধু ভাবি, তাঁরাও কি আমাদের বন্ধু ভাবেন?
বিশেষজ্ঞদের কেউ কেউ বন্ধুত্বের সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে অনেক সময় উদ্ভিদের অনুষঙ্গ টানেন। ভাবছেন কীভাবে? আসুন জেনে নেওয়া যাক।
এই তত্ত্ব অনুযায়ী বন্ধুত্বের সম্পর্ক তিন রকম। ঠিক গাছের পাতা, শাখা প্রশাখা এবং শিকড় বা মূলের মতো। কিছু বন্ধু পাতার মতো - অস্থায়ী। তাঁরা শুধু সুখের মরশুমে আসেন। কিন্তু যেই ঝড় আসে, তাঁরা ঝরে পড়েন। কিছু বন্ধুত্ব গাছের শাখা প্রশাখার মতো। তাঁরা সব সময় ছেড়ে যান না বটে, কিন্তু তাঁদের উপর বেশি ভর করলে ভেঙে পড়ার আশঙ্কা থাকে। সবশেষে বলতে হয় শিকড়ের কথা। ঝড় বদল যাই আসুক, শিকড় যেমন গাছকে ছেড়ে যায় না, কিছু বন্ধু তেমনই হন। আপনার যতই খারাপ সময় যাক না কেন, তাঁরা আপনার পাশেই থাকেন। ব্যবসায় লোকসান হচ্ছে, প্রেমিকা ছেড়ে গিয়েছেন, মানসিক অবসাদে ভুগছেন কিংবা গুরুতর অসুখ বিসুখ হয়েছে, এই ধরনের বন্ধুত্ব কোনও অবস্থাতেই ভেঙে যায় না। তাই বিশেষজ্ঞদের মতে, এমন বন্ধু খুঁজুন যাঁরা শিকড়ের মতোই অসময়ে আপনার পাশে থাকবেন।
