আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে বাকি আরও একটি শাহিস্নান। শিবরাত্রিকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে প্রয়াগরাজ প্রশাসন। পূণ্যস্নানের জন্য প্রচুর ভক্ত সমাগম হবে বলে মনে করা হচ্ছে। এসবের মধ্যেই মহাকুম্ভ নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ১৪০টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল যোগী প্রশাসন। রুজু করা হয়েছে ১৩টি মামলা। 'ভুল তথ্য' ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি বৈভব কৃষ্ণ।

ডিআইজির বক্তব্য, 'ভুল তথ্য' ছড়ানোর চেষ্টা হলেও মহাকুম্ভমেলা অত্যন্ত সফল হয়েছে। তবে কি কি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে, তা প্রকাশ্যে জানানো হয়নি। 

উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, শিবরাত্রির জন্য কুম্ভে ভিড় হবে, তাই প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। কুম্ভমেলার আশপাশে কোথাও যাতে যানজট তৈরি না হয়, তা নিশ্চিত করতেও পদক্ষেপ করা হচ্ছে। মহাকুম্ভে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, ৩৫০ জনেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। যাত্রীদের ভিড় দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করার জন্য ব্যারিকেড করা এবং প্ল্যাটফর্মের ধারণক্ষমতা অনুসারে যাতে একটি নির্দিষ্ট হোল্ডিং এরিয়া স্থাপন করা হয়েছে। যাত্রীদের অবহিত রাখার জন্য নিয়মিত ট্রেনের ঘোষণা করা হচ্ছে।

মহাকুম্ভের গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী নদীর সঙ্গমে মহাশিবরাত্রির দিন প্রচুর পুণ্যার্থীর ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়োজক শহর প্রয়াগরাজে তীব্র যানজটে নাকাল। মহাকুম্ভ শুরু হওয়ার সময়, সরকার ৪৫ কোটি ভিড়ের পূর্বাভাস দিয়েছিল। কিন্তু ইতিমধ্যেই এই সংখ্যা ৬০ কোটি ছাড়িয়ে গিয়েছে বলে দাবি যোগী প্রশাসনের। রাজ্য সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে, ২৬শে ফেব্রুয়ারি শাহি স্নানের দিন ভক্তের সংখ্যা ৬৫ কোটি ছাড়িয়ে যেতে পারে।