আজকাল ওয়েবডেস্ক: কেউ বলছেন, “এমন কাজ কোনও সুস্থ মানুষ করতে পারেন না।” কারও দাবি, শুধু নিজের নয়, সমাজমাধ্যমে এসব পোস্ট করে গোটা সমাজের ক্ষতি করছেন তিনি। তবে প্রবল কটাক্ষের মাঝেও সমালোচনায় কান দিতে নারাজ ব্রাজিলিয়ান মডেল ডেবরা পিক্সোটো। নিজের মল নিজের মল নিজের মুখে মেখে ত্বকের পরিচর্যা করছেন তিনি।
সমাজমাধ্যমে ডেবরার অনুরাগীর সংখ্যা প্রায় ৭ লক্ষ। সম্প্রতি সেখানেই ৩৩ বছর বয়সি ডেবরা একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে। মাটির মতো কিছু একটা মুখে মাখছেন তিনি। এর পরই চমক। হঠাৎ করেই নাকে ক্লিপ লাগিয়ে নেন তিনি। ডেবরা জানান, এই ফেস মাস্ক তাঁর তৈরি সবচেয়ে অদ্ভুত মাস্কগুলির মধ্যে অন্যতম। কারণ নিজের মল ব্যবহার করে এই মাস্ক তৈরি করেছেন তিনি। এমনকী ফ্রিজে কীভাবে কৌটোয় ভরে নিজের মল জমিয়ে রেখেছেন তিনি, তাও ভিডিওতে দেখিয়েছেন ডেবরা। তাঁর দাবি, নিজের মল মুখে মাখলে চেহারায় বয়সের ছাপ পড়ে না। যদিও তাঁর এই দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই কমেন্ট বাক্সে দাবি করেছেন অনেকে। লন্ডনের খ্যাতনামা চর্মবিশেষজ্ঞ চিকিৎসক সোফি মোমেনও মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। তাঁর সাফ কথা, “এসব একদম বাজে কথা, মলের সঙ্গে ত্বকের জেল্লা বাড়ার কোনও সম্পর্ক নেই।”
তবে এই প্রথম নয়, এর আগেও বিচিত্র পদ্ধতিতে ত্বক চর্চা করার জন্য শিরোনামে এসেছিলেন এই ব্রাজিলিয়ান মডেল। কিছুদিন আগেই ত্বকের জেল্লা বাড়াতে নিজের ঋতুস্রাবের রক্ত মুখে মেখেছিলেন। সেই ভিডিও পোস্টও করেছিলেন সমাজমাধ্যমে।
