আজকাল ওয়েবডেস্ক: বাড়ির সত্যনারায়ণ পুজোয় নাচে মত্ত এক মহিলা। ভোজপুরি গানে তাল মিলিয়ে রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। এরপর সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা নিমিষে ভাইরাল হয়ে গিয়েছে। হু হু করে বাড়ছে ভিউ। লাইক কমেন্টসের বন্যা বয়ে গিয়েছে।
সম্প্রতি সঙ্গীতা মিশ্র নামে এক মহিলার নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বাড়িতে সত্যনারায়নের পুজো হয়েছে। কিন্তু তাতে কি...তবুও বাদ যায়নি তাঁর নাচ। ভোজপুরি গানে দারুণ তাল মিলিয়েছেন সঙ্গীতা। অন্য এক মহিলা আবার তাঁর দিকে টাকা উড়াচ্ছেন। এরপর তিনি সেই ভিডিও নিজের একাউন্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিও পোস্ট হওয়া মাত্রই তা দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে কেউ কেউ মহিলার নাচের প্রশংসা করলেও, অনেকেই আবার তাঁর এই কীর্তির নিন্দা করেছেন।
ওই মহিলার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায় তিনি নাচতে ভালোবাসেন। বিয়ে বাড়ি থেকে রাস্তাঘাট কোথাও তিনি নাচতে বাকি রাখেন না। আবার সেই ভিডিও তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এভাবেই তিনি ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়িয়েছেন।
