আজকাল ওয়েবডেস্ক: আবার পুরোনো দলে ফিরলেন লাসিথ মালিঙ্গা। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ করা হল শ্রীলঙ্কার প্রাক্তন পেসারকে। শেন বন্ডের জায়গায় তাঁকে নেওয়া হল। আইপিএলের আগামী মরশুমে মার্ক বাউচার, কাইরন পোলার্ডের সঙ্গে যোগ দেবেন মালিঙ্গা। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বাকি দুই প্রাক্তন সতীর্থর সঙ্গে মিলে কাজ করবেন। আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের জার্সিতেই খেলেন শ্রীলঙ্কার পেসার। ২০২১ সাল পর্যন্ত খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে। নিজের পুরোনো দলে ফিরতে পেরে খুশি তারকা বোলার। মালিঙ্গা বলেন, ‘মার্ক, পলি, রোহিতদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। বিশেষ করে বোলিং ইউনিটের সঙ্গে। আগের বছর ওদের অ্যাপ্রোচ আমার ভাল লেগেছে। তরুণ প্রতিভারাও ভাল। মুম্বই ইন্ডিয়ান্স পল্টনের সমর্থনে সাফল্যের আশায়।’ মুম্বইকে একাধিক ম্যাচ জিতিয়েছেন মালিঙ্গা। ২০০৮ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সে তিনি। ১১ বছর ক্রিকেটার হিসেবে। একবছর বোলিং মেন্টর হিসেবে। এবারও মুম্বই ইন্ডিয়ান্সের নিউইয়র্ক স্টাফের অঙ্গ ছিলেন। মুম্বইয়ের হয়ে সাতটি ট্রফি জেতেন। তারমধ্যে রয়েছে চারটে আইপিএল, দুটো চ্যাম্পিয়ন্স লিগ টি-২০।
