আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব কংগ্রেস ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে অন্তত ৬০-৭০ জন নতুন মুখ প্রার্থী হিসেবে নিয়ে আসবে বলে ঘোষণা করেছেন রাজ্য কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং। বৃহস্পতিবার চণ্ডীগড়ে পাঞ্জাব যুব কংগ্রেসের রাজ্য নির্বাহী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ওয়ারিং বলেন, "পাঞ্জাব কংগ্রেস দৃঢ়প্রতিজ্ঞ যে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে ৬০-৭০ জন নতুন প্রার্থী তুলে আনা হবে। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা আমাদের রাজনৈতিক নেতৃত্বকে পুনরুজ্জীবিত করবে এবং পাঞ্জাবের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে।"

ওয়ারিং যুব কংগ্রেসের সদস্যদের প্রতিশ্রুতি নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, "এটি আপনাদের কাছে সুযোগ, প্রমাণ করুন যে পাঞ্জাব কংগ্রেস বাস্তব পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"

তিনি আরও বলেন, "আগামী দুই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সমস্যাগুলি সমাধান করতে এবং তাঁদের অধিকার রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করুন।"

পাঞ্জাব যুব কংগ্রেসের নেতাদের উদ্দেশ্যে ওয়ারিং বলেন, "দলের উন্নয়ন এবং পাঞ্জাবের মঙ্গলের জন্য দলবদ্ধভাবে কাজ করতে হবে।"

ভারতের যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব যুব কংগ্রেসকে দলের মেরুদণ্ড বলে উল্লেখ করেন এবং বলেন যে পাঞ্জাবের জনগণ কংগ্রেসকে পুনরায় ক্ষমতায় আনার জন্য অপেক্ষা করছে।

চিব বলেন, "প্রতিটি যুব কংগ্রেস সদস্যের লক্ষ্য হওয়া উচিত দলের জয় নিশ্চিত করা, ২০২৭ নির্বাচনে আম আদমি পার্টির সরকারকে ক্ষমতা থেকে সরানো।"