আজকাল ওয়েবডেস্ক : বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় মিত্রশক্তি হিসেবে এগিয়ে এসেছিল ভারত। মুক্তিযুদ্ধে জয় লাভের পর গঠিত হয় স্বাধীন বাংলাদেশ। সেই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ভারতীয় সেনাবাহিনীও। প্রতি বছরের মতো বিজয় দিবসের প্রাক্কালে এই বছরও কলকাতার রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর মহড়া।