সংবাদসংস্থা মুম্বই: সময় রায়নার অ্যাডাল্ট কমেডি শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বাবা-মায়েদের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্যে তোলপাড়া সমাজমাধ্যম থেকে রাজনৈতিক মহল। এরপরেই রণবীর ও সময়-সহ এই শো-এর অন্যান্য বিচারকদের নামে পুলিশি অভিযোগ অভিযোগ দায়ের করা হয়। শো-এর বিরুদ্ধে পরপর মামলা দায়ের করা হয়েছে। নালিশ দায়ের করা হয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশনেও। অবশ্য এরপর সমাজমাধ্যমে করজোড়ে ক্ষমা চেয়েছেন রণবীর। ইউটিউবে তাঁর চ্যানেলে আপলোড হওয়া ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ের সমস্ত ভিডিয়ো মুছে দিয়েছেন সময় রায়না। এক্স হ্যান্ডলে একথা স্পষ্ট জানিয়েছেন তিনি। যদিও তাতে সমাজমাধ্যমে তাঁদের প্রতি ধেয়ে আসা নিন্দার রব কমেনি।

 

 

রাজ্যে রাজ্যে একের পর এক এফাইআর হয়েছে তাঁর বিরুদ্ধে । ক্ষমা চেয়েও রেহাই পাননি রণবীর। অবশেষে অভিযোগের পাহাড় থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন রণবীর। 'বিয়ার বাইসেপস'-এর আবেদনের শুনানি ছিল মঙ্গলবার। সুপ্রিম কোর্ট অবশেষে কিছুটা স্বস্তি দিল রণবীরকে। আদালত জানিয়েছে এই বিষয়ে তাঁর বিরুদ্ধে আর কোনও পুলিশি অভিযোগ দায়ের করা যাবে না। 

 

 

সেই সঙ্গে বিচারপতি তাঁর অশ্লীল মন্তব্যের তীব্র সমালোচনাও করেছেন। তিনি বলেন, এই ধরনের আচরণের নিন্দা করা উচিত। সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণ এই পডকাস্টারের মনে খুব নোংরা কিছু জমা হয়ে ছিল, যা তিনি শো-তে গিয়ে উগরে দিয়েছেন। বিচারপতি কান্ত বলেন, এই মন্তব্য বিকৃত মনেরই প্রতিফলন। সুপ্রিম কোর্ট আপাতত রণবীর ইলাহাবাদিয়াকে আর কোনও ইউটিউব অনুষ্ঠান সম্প্রচার করতে নিষেধ করেছে। এমনকী, থানে পুলিশ স্টেশনে জমা দিতে হয়েছে তাঁর পাসপোর্ট। এই মুহূর্তে কোর্টের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না রণবীর এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।