আজকাল ওয়েবডেস্ক : পুরু বরফে ছেয়ে গিয়েছে সিকিমের পেলিং, ছাঙ্গু সহ বিস্তীর্ণ এলাকা। তুষারপাতের জেরে সিকিমে আটকে বহু পর্যটক। এখনও পর্যন্ত ৮০০-র বেশি পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনা। বুধবার দুপুর থেকেই ভারী তুষারপাত শুরু হয় সিকিমে। সেনার তরফে জানানো হয়েছে, ভারী তুষারপাতের জেরে সমগো লেক এলাকায় প্রায় ৪০০ গাড়ি আটকে পড়েছিল।