‌আজকাল ওয়েবডেস্ক:‌ বসিরহাটে মর্মান্তিক দুর্ঘটনা। ইটভাটার চিমনি ভেঙে মৃত অন্তত তিন। গুরুতর জখম অন্তত ৩৫ জন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধেয় বসিরহাট থানার ধলতিথা গ্রামে। জানা গেছে, সেখানকার একটি ইটভাটায় ফায়ারিংয়ের কাজ করতে গিয়ে বিপত্তি ঘটে। দক্ষ কারিগররা চিমনিতে আগুন দিতেই হুড়মুড় করে সেটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন বহু শ্রমিক। গুরুতর জখম হন সকলেই। এরপর শুরু হয় উদ্ধারকাজ। চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মারা যান হাফিজুল মণ্ডল নামে ৩৫ বছর বয়সি এক শ্রমিক। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় জেঠুরাম ও রাকেশ কুমার নামে দুই শ্রমিকের মৃতদেহ। তারা দু’‌জনেই উত্তরপ্রদেশের ফৈজাবাদের বাসিন্দা। উদ্ধারকারী স্থানীয় ২০ জনকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক পাঁচ জন কলকাতায় আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন। তবে আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন অনেকে। উদ্ধারকাজ এখনও জারি রয়েছে।