আজকাল ওয়েবডেস্ক: ক্লাসরুমের মধ্যেই মদের বোতল খুলে জন্মদিন পালন হল এক পড়ুয়ার। এখানেই শেষ নয়, ওই সময় উপস্থিত ছিল খোদ শিক্ষিকও। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওটিকে ঘিরে শুরু হয়েছে হইচই। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রেদেশের মাউগঞ্জ জেলার একটি সকরারি শিক্ষা প্রতিষ্ঠানে।  

ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসরুমেই চলছে জন্মদিন উদযাপন। বেঞ্চে রেখে কেক কাটছে এক পড়ুয়া। ওই যুবক ঘিরে রয়েছে তাঁর সহপাঠীরা। সেই সময় আচমকাই এক পড়ুয়া মদের বোতল খুলে ফেলে। ভিডিও পোস্ট হয়েছে সুমন পাকাড় নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে। তিনি ওই ভিডিওর ক্যাপশনে বিজেপিকে তুলোধোনা করে লিখেছেন, বিজেপিশাসিত মধ্যপ্রদেশের শিক্ষা প্রতিষ্ঠানে মদের ফোয়ারা। 

ভিডিওটিতে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই ওই শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি করেছে।