আজকাল ওয়েবডেস্কঃ ১৮ বছরেরও কম বয়স কিন্তু মাথা মোড়াবার গল্পে হার মানাবে যেকোনো থ্রিলার সিনেমার কাহিনীকে। নাবালিকাদের কথার জালে জড়িয়ে নিমেষে লক্ষ লক্ষ টাকা সাবাড় করে দেওয়ার ঘটনায় হতবাক দিল্লির নাঙ্গলোই থানার পুলিশ। জটিল রোগে আক্রান্ত হওয়ার ভুও গল্প ফেঁদে কিশোরীদের আস্থা অর্জন করে টাকা হাতাবার এই ঘটনার তদন্তে মাথায় ঘাম খোদ পুলিশের। নাবলক বয়সেই এই আশ্চর্যজনক 'প্রতিভায়' হতবাক পুলিশ।
জানা গেছে গত ৫ ফেব্রুয়ারি একটি ডাকাতির ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েও কোনো সন্দেহজনক কিছু দেখতে পায়নি। তাসত্ত্বেও বাড়ি থেকে ৭ লক্ষ টাকার সামগ্রী খোয়ানোর অভিযোগ করেন গৃহকর্তা। সিসিটিভি ফুটেজেও মেলেনি কিছু। নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করতেই জেরার সামনে মুখ খুকে ফেলে সে এবং তখনই সামনে আসে এই ফিলমি কায়দায় টাকা হাতানোর প্লট।
জেরায় নাবালিকা স্বীকার করে তার ১৭ বছরে ‘প্রেমিকের’ চিকিৎসার জন্য ৭ লক্ষ টাকা চুরি করেছে সে। পুলিশ আরো তদন্তে নামলে বুঝতে পারে আদতে মেয়েটির ‘প্রেমিক’ মেয়েটিকে ব্যবহার করে টাকা হাতিয়ে প্রতারণা করেছে।
পুলিশ চুরি যাওয়া গয়না, নগদ ছেলেটির কাছ থেকে উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে ছেলেটির কোনো শারীরিক অসুস্থতা নেই। পুলিশ আরও জানিয়েছে যে ছেলেটির এরকম 'শিকার' আরো আছে।
ছেলেটির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা দায়ের করা হয়েছে। ছেলেটির হাতানো জিনিস যে বিক্রি করতে সাহায্য করত পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে।
ছেলেটি জানিয়েছে সে তার এলাহি জীবনযাপন বজায় রাখতে এই কাজ করত।
