মিল্টন সেন,হুগলি : এক মাসের মাথায় ভয়াবহ ডাকাতির ঘটনার কিনারা করল হুগলি গ্রামীণ পুলিশ। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সিএসপি সেন্টারে ডাকাতির ঘটনা ঘটে হুগলির চন্দনপুরে। টানা তল্লাশি চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হরিপাল থানার পুলিশ। ধৃত তিনের নাম সুদীপ ধর, সাদ্দাম হোসেন এবং শহিদুল শেখ। সুদীপ ও সাদ্দামের বাড়ি হাওড়ার সকরাইলে এবং শহিদুলের বাড়ি বর্ধমানের মেমরিতে। ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। বুধবার হরিপাল থানায় সাংবাদিক সম্মেলন করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। তিনি বলেন, ৩ নভেম্বর সকালে আগ্নেয়াস্ত্র হাতে দুই যুবক ঢুকে পড়ে হরিপালের চন্দনপুর পঞ্চায়েতের মহিষটিকরি এলাকার একটি সিএসপি সেন্টারে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেখানে থাকা সমস্ত টাকা লুঠ করে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গোটা ঘটনার ছবি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ তল্লাশির পরে অবশেষে ঘটনায় যুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি, একটি বাইক। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, সিএসিপি কাউন্টারে লুঠের পর কলাছড়া এলাকায় একটি মদের দোকানে কয়েক লক্ষ টাকা ডাকাতিও করে এই তিনজন।