আজকাল ওয়েবডেস্ক: একদিকে যেখানে দেশের কয়েকটি অংশে তাপমাত্রার পারদ চড়ছে সেখানে অন্যদিকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বিগত কয়েকদিনে আবহাওয়াতে বড় ধরণের পরিবর্তন ঘটতে পারে। 

 


রাজধানী দিল্লিতে বিগত ২৪ ঘন্টায় ধীরে ধীরে চড়ছে পারদ। দিল্লির বিভিন্ন অংশে ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত বাড়ছে তাপমাত্রা। অন্যদিকে উত্তরপ্রদেশ, বিহারের কিছু অংশ এবং গুজরাটে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তির দিকে। রাতের দিকে তাপমাত্রার খানিকটা হেরফের হলেও দিনের বেলা প্রায় একই পরিস্থিতি সব রাজ্যে।


আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এখান থেকে এটি সাইক্লোনে পরিনত হতে পারে। বর্তমানে এটি জম্মু-কাশ্মীরের সংলগ্ন এলাকায় রয়েছে। তবে সেখান থেকে এটি নিজের দিক পরিবর্তন করে অন্যত্র যেতে পারে। গোটা বিষয়টির উপর নজর রাখছে আবহাওয়া দপ্তর। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ের বিভিন্ন অংশে। বৃহস্পতি এবং শুক্রবার এই বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। বিশেষ করে অরুণাচল প্রদেশের উপর যে হারে মেঘের ঘনঘটা দেখা গিয়েছে তাতে এখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দেশের বিভিন্ন অংশে এই সময় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রির ওঠানামাতে থাকবে। যত সময় অতিবাহিত হবে ততই বাড়বে গরমের দাপট।

 


পশ্চিমবঙ্গে ভোরের দিকে ঘন কুয়াশার চাদর থাকবে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। আকাশ মেঘমুক্ত না থাকার জন্য পশ্চিমবঙ্গে এই সময় তাপমাত্রার হেরফের খুব একটা হবে না। দিনের বেলা তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছে থাকবে। অন্যদিকে রাতের দিকে তাপমাত্রা কমে গিয়ে ১৯ থেকে ২০ ডিগ্রির কাছে থাকবে। ফলে রাতের দিকে বাড়বে গরম।


দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধির ফলে বিভিন্ন অফিস এবং বাড়িতে ফ্যান এবং এসি চলা শুরু হয়ে গিয়েছে। তবে এখানেই সকলকে সাবধান করেছেন চিকিৎসকরা। নিয়ম মেনে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে নাহলে সেখান থেকে নানা ধরণের রোগের বাসা বাঁধতে পারে দেহে।