আজকাল ওয়েবডেস্ক: মেলায় হাজির হরেক রকমের ‘বাবা’ থেকে, মোহময়ী মোনালিসা, বিমানের ভাড়া, ঘরের ভাড়া, সব মিলিয়ে শুরু থেকেই ব্যাপক চর্চায় মহাকুম্ভ ২০২৫। মাঝে কুম্ভে পরপর দুর্ঘটনা, প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরে কুম্ভের পরিস্থিতি নিয়ে অনেকেই কাঠগড়ায় তুলেছেন যোগী সরকারকে। অনেকেই আবার কুম্ভ ঘুরতে গিয়ে খুশি হয়েছেন ব্যবস্থাপনায়। সম্প্রতি জানা গিয়েছিল মুম্বই থেকে মহাকুম্ভের বিমানের ভাড়া দেখে একপ্রকার হকচকিয়ে গিয়েছিলেন দম্পতি। পরে তা৬রা তিন্দিন ধরে প্রায় ১২০০ কিমি পথ পেরিয়ে বাইকে পৌঁছেছিলেন সেখানে। তারমাঝেই সর্বভারতীয় সংবাদ সংস্থায় দীনেশ রানা নামের এক ব্যক্তির কুম্ভ-অভিজ্ঞতা ছড়িয়ে পড়েছে। তিনি গিয়ে ব্যবস্থাপনা দেখে শুনে এতটাই হতাশ হয়ে পড়েন, যে, কুম্ভে পৌঁছেও, মহাকুম্ভে ডুব না দিয়েই ফিরে আসেন। দীনেশ কী জানিয়েছেন? কেমন ছিল তাঁর অভিজ্ঞতা? যাতে তোলপাড় নেটদুনিয়া। যুবক জানিয়েছেন, বন্ধুর সঙ্গে বাসে গিয়েছিলেন কুম্ভের উদ্দেশে। যেখেন পৌঁছনোর কথা ১০-১২ ঘণ্টায়। সেখানে দু’ দিন পর এক জায়গায় পৌঁছে জানতে পারেন, সেখান থেকেও অন্তত ২০ কিলোমিটার দূরে অবস্থিত সঙ্গম। উপায়? রিকশা নাকি হাজার টাকার কমে যেতেই রাজি নয়। অগত্যা হেঁটেই পৌঁছন সেখানে। কিন্তু আরও বড় সমস্যা অপেক্ষা করছে বুঝতেই পারেননি। যেখানে হোটেল প্রতি দিন পিছু লাগে হাজার টাকা। তাঁদের কাছে প্রতি ঘণ্টার নিরিখে পাঁচ হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি দেখে আর কুম্ভে ডুব দেননি, সোজা সেখান থেকেই ফিরে যান বাড়িতে।