আজকাল ওয়েবডেস্ক: নিস্তব্ধ রাতে বেশ শান্তভাবে গাড়ি চালিয়ে আসছেন। আচমকাই গাড়ির পিছনে তাড়া করতে লাগল এক দল কুকুর। তারস্বরে ডাকতে থাকে সারমেয়রা। কোনও ক্রমে নিজেকে বাঁচিয়ে বাড়ি ফিরলেন। একবার নয়, রাতের দিকে এমন পরিস্থিতির মুখোমুখি বহুবার হয়েছেন তো? তবে শুধু আপনি একাই নন, এই পরিস্থিতিতে নাজেহাল হতে হয় অনেককেই। 

আসলে চারপেয়েদের সম্পর্কে এমন অনেক বিষয় রয়েছে, যা অনেকেরই অজানা। গবেষণায় দেখা গিয়েছে, কুকুর মানুষের সবচেয়ে ভাল বন্ধু। তবুও গাড়ি দেখা মাত্রই বিশেষ করে রাতে দু'চাকার গাড়ি দেখলেই কেন পথকুকুররা ছোটাছুটি শুরু করে দেয়? এনিয়ে অনেকের মুখেই অনেক কারণ শুনে থাকবেন। তর্ক-বিতর্কও কম নেই। কিন্তু এর আসল কারণ শুনলে চমকে হবেন।

কুকুর অত্যন্ত আঞ্চলিক প্রাণী। যার জন্য নিজের বসবাসের বিভিন্ন স্থানে তারা মূত্রত্যাগ করে থাকে। অনেক সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির চাকাতেও প্রস্রাব করে। তাই দ্রুতগামী যানবাহনকে তারা অনুপ্রবেশকারী বলে মনে করে। রাতে যখন রাস্তাঘাট ফাঁকা, শুনশান থাকে, তখন চারপেয়েরা আরও বেশি সতর্ক হয়ে যায়। তাই যে কোনও গাড়ি, বিশেষ করে দু'চাকার গাড়ি গেলে তারা সহজাত প্রবৃত্তিতেই তাড়া করতে ও ডাকতে থাকে। 

কুকুরের ঘ্রাণ এবং শ্রবণশক্তি প্রবল হয়। রাতের শান্ত পরিবেশে যা আরও বেশি সংবেদনশীল হয়ে যায়। এদিকে রাতে গাড়ির হর্ন ও হেডলাইট একসঙ্গে তাদের উত্তেজিত করে তোলে। যার ফলেই গাড়ির পিছনে তাড়া করতে থাকে। অনেক সময়ে খেলার ছলেও গাড়ি দেখে তাড়া করে থাকতে পারে সারমেয়।

পথকুকুররা সাধারণত দলবদ্ধ হয়ে থাকে। তাই একটি কুকুর ডাকলে বাকিরাও ডাকতে শুরু করে। এছাড়াও সারমেয় স্বভাবে শিকারী। তাই অনেক ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করার জন্য কিংবা দ্রুতগতির যানবাহন থেকে নিজেদের আত্মরক্ষার্থেও এমনটা করে থাকে। আবার অনেকেই মনে করেন, অনেক সময়ে কোনও গাড়ির ধাক্কায় একই দলের অন্য কোনও কুকুর আহত হলে সেই ধরনের গাড়ির দিকে তেড়ে যেতে পারে সঙ্গী কুকুরের দল।