আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বাজেটে পেশ করা হবে নতুন আয়কর বিল। অধিবেশনের শুরুতেই নতুন আয়কর বিল সংসদে পেশ করা হবে। বর্তমানে আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, এই বিলটি আইনের ভাষা সহজ করার জন্য তৈরি করা হয়েছে। পরবর্তীতে এটি সংসদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটিতে পাঠানো হবে।
সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত, স্পষ্ট এবং বোধগম্য করে তোলার জন্য আইনটির ভাষা সরল করা হয়েছে। যার ফলে করদাতাদের কর নিশ্চিতকরণে আরও সহায়তা করবে।
এই করের বিষয়টি পর্যালোচনা করে তদারকি করার জন্য সিবিডিটি একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছিল। এছাড়াও, প্রস্তাবিত আইনের বিভিন্ন দিক পর্যালোচনা করার জন্য ২২টি বিশেষ উপ-কমিটি গঠন করা হয়েছে, যা ছয় দশকের পুরনো আইনটিকে প্রতিস্থাপন করবে।
বিলটি তৈরির আগে, সরকার মোট চারটি বিভাগের আওতায় জনগণের কাছ থেকে মতামত চেয়েছিল। এর মধ্যে রয়েছে - ভাষা সরলীকরণ, মামলা মোকদ্দমা হ্রাস, সম্মতি হ্রাস এবং অপ্রয়োজনীয় বিধান।
আইনটি পর্যালোচনার জন্য আয়কর বিভাগ ইতিমধ্যেই স্টেকহোল্ডারদের কাছ থেকে প্রায় সাড়ে ছয় হাজার পরামর্শ পেয়েছে।
বিলের খসড়া লেখার ক্ষেত্রে মূলত যে বিষয় মাথায় রাখা হয়েছে তা হল পুরোনো আয়কর বিলের যে বিষয়গুলো কার্যকর নয় তার অপসারণ করা। নতুন আয়কর বিলটি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে, যাঁর অর্থ এটি সংসদে পেশ করা হবে। দ্বিতীয়ত, সংসদে উত্থাপনের পর অর্থ সংক্রান্ত একটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। ২০২৪ সালের জুলাই মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন পুরোনো আয়কর আইনের পর্যালোচনা করে নতুন বিল আনা হতে পারে মাত্র ছয় মাসের মধ্যে।
বাজেট অধিবেশনের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছিলেন, এই নতুন আয়কর বিলটি করদাতা এবং কর প্রশাসনের জন্য বোঝা সহজ হবে, এর ফলে কর দেওয়ার বিষয়টি নিশ্চিত হবে। সঙ্গে মামলা-মোকদ্দমা কম হবে।
