আজকাল ওয়েবডেস্ক: টুইটারের (বর্তমানে এক্স) পর এবার ইলন মাস্কের নজরে ওপেন এআই। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি তৈরি করে তাক লাগিয়ে দেওয়া ওপেনএআই-য়ের দখল নিতে ইলন মাস্ক বড় দর হাঁকিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বলা হয়েছে, ৯ হাজার ৭৪০ কোটি ডলারের বিনিময়ে ওপেন এআই কিনে নেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে প্রস্তাব দিয়েছেন ইলন মাস্কের নেতৃত্বে একদল বিনিয়োগকারী। তবে তা খারিজ করেছেন, ওপেন এআই প্রতিষ্ঠাতা সংস্থা। ওপেন এআই প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান মাস্কের হাতে থাকা টুইটার (বর্তমানে এক্স) কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
ইলন ও অল্টম্যান উভয়েই ওপেন এআই-য়ের সহপ্রতিষ্ঠাতা। পরে সেই সংস্থা থেকে সরে দাঁড়ান ইলন মাস্ক, কিন্তু অল্টম্যান থেকে যান। তাঁর হাত ধরেই বাজারে আসে চ্যাটজিপিটি। ওপেন এআই প্রাথমিকভাবে অলাভজনক সংস্থা হিসেবে চালু হলেও চ্যাটজিপিটির সাফল্যের পর ওপেন এআই-কে লাভজনক সংস্থায় পরিণত করার চেষ্টা করছেন অল্টম্যান।
বাস্তবতা হল, চ্যাটজিপিটি বাজারে আসার পর বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলি নড়েচড়ে বসেছে। সবাই বুঝে গিয়েছে যে, ভবিষ্যৎ এআইয়ের হাতেই। গুগল এই দৌড়ে কিছুটা পিছিয়ে। ওপেন এআই-তে বিনিয়োগ করেছে মাইক্রোসফট। পথ না দেখে ইলন মাস্কও এআই ক্ষেত্রের অন্তর্ভুক্ত হতে মরিয়া। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই চালু করেছেন তিনি। কিন্তু তাঁর নজরে ওপেন আইয়ের ওপর। সম্ভবত সেই কারণেই ইলন মাস্ক প্রকাশ্যে স্যাম অল্টম্যানের নেতৃত্বের সমালোচনা করেছেন। সেখানে থেমে না থেকে এবার সরাসরি ওপেন এআই দখলের বার্তা দিলেন।
বিষয়টি প্রকাশ্যে আসতেই পদক্ষেপ করেন শ্যাম অল্টম্য়ান। তিনি মাস্কের মালিকানাধীন এক্সে পোস্ট করেন। লেখেন, 'ধন্যবাদ। তবে তিনি যেটা মনে করছেন সেটা হচ্ছে না, বরং তিনি চাইলে ওপেন এআই ৯ হাজার ৭৪ কোটি ডলারে টুইটার কিনবে।' অর্থাৎ ওপেন এআই ছাড়তে নারাজ অল্টম্যান।
অল্টম্যানের পাল্টা প্রস্তাব ভালোভাবে নেননি মাস্ক। অল্টম্যানের পোস্টের জবাবে ইলন শুধু লিখেন, 'প্রতারক'।
