নিজস্ব সংবাদদাতা: বড়পর্দা, ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি, বাংলা ওয়েব সিরিজেও কাজ করেছেন। পরিচালনা করেছেন ওয়েব সিরিজও। তিনি, সৌরভ চক্রবর্তী। অভিনেতা, পরিচালকের পাশাপাশি তিনি লেখকও। ছোট থেকেই কবিতা লেখার শখ তাঁর। টুকরো টুকরো কবিতা লেখা এবং মাঝেমধ্যেই তা আবৃত্তি করে অনুরাগীদের শোনান তিনি। ‘খবর আছে’-এর বছর দুয়েক পর ফের মুক্তি পেল সৌরভের নতুন কবিতার বই বৃষ্টি অনিবার্য। তাঁর নতুন কবিতার এই সংকলন যে বইমেলাতেই প্রকাশ পাবে তা মাসখানেক আগে নিজেই জানিয়েছিলেন তিনি। আজকাল ডট ইন-কে স্রষ্টা জানালেন, তাঁর এই বই মূলত ভালবাসার কবিতা দিয়েই গোছানো। সঙ্গে রয়েছে যেমন বিরহের ছোঁয়া, তেমনই অতীতের স্মৃতিতে মুখ গুঁজে রাখার প্রেমের কথাও। কবির কথায়, “এইসব কবিতার মধ্যে সময়কে ধরার একটা ব্যর্থ চেষ্টা করেছি বলতে পারেন।” আরও জানান, তাঁর প্রথম কবিতার বই ‘খবর আছে’ পাঠকদের মধ্যে সাড়া ফেলেছিল বলেই ফের কবিতার বই প্রকাশ করার সাহস পেয়েছেন তিনি। গত বছরেই প্রকাশ পাওয়ার কথা ছিল এই বই, কিন্তু নানান কারণে তা হয়ে ওঠেনি। প্রশ্ন ছিল, কবিতা লেখার মধ্যে কি নিজের লেখক সত্বাকে আটকে রাখবেন সৌরভ? সামান্য থেমে জবাব আসে, “না। আমার ছোটগল্প লেখার ইচ্ছে বহুদিনের। উপন্যাসেরও। এবার ছোটগল্পের দিকে ঝুঁকবে। দেখুন, ছবি, ওয়েব সিরিজের গল্প-চিত্রনাট্য লেখা, ঘষামাজার দরুণ অভ্যাসটা রয়েছে বটে তবে ছোটগল্পের সংকলন করার জন্য সময় দরকার। এবং তার সঙ্গে তো একাগ্রতা, দায়িত্ব আছেই। তাই একটু সময় লাগবে হয়তো কিন্তু এবার ছোটগল্প লিখব।” উল্লেখ্য, সৌরভের ‘বৃষ্টি অনিবার্য’ বইটির মুখবন্ধ লিখেছেন জনপ্রিয় গল্পকার ও পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, 'বৃষ্টি অনিবার্য'র সম্পর্কে সৌরভ লিখেছেন, " ভালোবাসায় ভরসা বাড়ে ঠিকই … কিন্তু লোভ তার চেয়ে বাড়ে বেশি গুণে … আরও ভালোবাসা পাওয়ার লোভ … না হলে “খবর আছে” বইটি বেরোনোর পর এক বছর বিরতি নিয়েও আবার টুকটুক করে ব্যাগ-পত্র গোছাতে শুরু করতাম না। জানি, সেই এক ব্যর্থ প্রচেষ্টা … সময়কে বন্দি করার , নিরীহ কিছু অক্ষর ছন্দের মাধ্যমে। তবু … মেঘ করেছে বলে কি ঘুড়ি ওড়াবো না? কতটা উতরে গেলাম আর কতটাই বা সশব্দে ধপাস হল সেই দাড়িপাল্লা বরং আপনাদের হাতে থাক । আমরা যারা সর্বশক্তি দিয়ে ক্রমাগত ছুটে চলেছি রোজকার জীবনে, ট্রেনে ঝুলতে ঝুলতে ভাবছি পোস্ট এ বাড়ি খাব কি না ! কেটে-ছড়ে গেলে এই কবিতাগুলো তাদের কাছে লাল ওষুধ হয়ে বেঁচে যাকুক … ব্যাস ওটুকুতেই শান্তি… “বৃষ্টি অনিবার্য”
প্রসঙ্গত, তাঁর 'খবর আছে' বইটি সম্পর্কে সৌরভ চক্রবর্তী জানিয়েছিলেন, তাঁর জীবনের বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে তিনি লিখেছিলেন এই সংকলনের বিভিন্ন কবিতা। বলেছিলেন, “আমি পেশাদার কবি নই তবে আমি কিছু ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক মুহূর্ত সংকলন করার চেষ্টা করেছি। গত ১৫-১৬ বছরে যে যে ঘটনা আমার হৃদয় স্পর্শ করেছে, সেই সমস্ত ঘটনার সংকলন ‘খবর আছে’।”
