আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন করার পরেও বিতর্ক তুঙ্গে। পাকিস্তান ক্রিকেট এক অদ্ভুত জায়গা। দল ঘোষণার পরেও চলে সমালোচনা। প্রাক্তনরা মুখ খোলেন। তার চাপে পড়ে পিসিবির প্রধান মুখ খুলতে বাধ্য হন। স্কোয়াড পর্যালোচনা করা হচ্ছে বলে মন্তব্য করেন পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি।
নির্বাচিত পাক দল দেখার পরে ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন অধিনায়ক বলেছিলেন, অপ্রত্যাশিত দল। কেউ কেউ আবার বলেছিলেন, রাজনৈতিক বাছাই।
চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনার মুখে পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান বলেছেন, ''সেরা দল তৈরি করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনা নিয়ে কোনও কথা হয়নি।''
কিন্তু দল নিয়ে কেন এত সমালোচনা? খুশদিল শাহ ও ফাহিম আশরাফকে নিয়ে যত চর্চা। এই দুই ক্রিকেটার ২০২৩ সালের পরে জাতীয় দলের হয়ে আর খেলেননি। ২০২২ সালের পরে খুশদিল শাহ ওয়ানডেতে ডাকই পাননি।
এই দুই ক্রিকেটার জাতীয় দলে ফেরার মতো নয়। পিসিবি চেয়ারম্যান জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে ভাবনাচিন্তা হচ্ছে। রিজওয়ান অবশ্য নিজের দল নিয়ে আশার কথা শুনিয়েছেন। টুর্নামেন্টের সেরা দল তৈরি করা হয়েছে।
বিতর্কিত দুই ক্রিকেটার খুশদিল ও আশরাফের পাশে দাঁড়িয়েছেন রিজওয়ান। লাহোরে নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করছে পাকিস্তান।
