আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির বল এখনও গড়ায়নি। বাকি সব দেশের খেলা চলে গিয়েছে পিছনের সারিতে। সামনের সারিতে কেবল ভারত-পাক ম্যাচ।
এই ম্যাচ নিয়েই চলছে চর্চা। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারত-পাক লড়াইয়ের উত্তাপ আরও বাড়িয়ে দিলেন। খেলার মধ্যে কি রাজনীতির গন্ধও ঢুকে পড়ল না?
চলতি মাসের ২৩ তারিখ রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই ম্যাচ। পাক প্রধানমন্ত্রী দ্বৈরথের উত্তাপ বাড়িয়ে দিলেন। সংবাদ সংস্থা পিটিআই-কে শরিফ বলেছেন, ''আমাদের দল খুবই ভাল। সাম্প্রতিক কালে ওরা ভালই খেলেছে। কিন্তু আসল কাজ কেবল চ্যাম্পিয়ন্স ট্রফি জয় নয়। আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেও হারাতে হবে দুবাইয়ে। গোটা দেশ পিছনে রয়েছে।''
২৯ বছর পরে আইসিসি-র কোনও ইভেন্ট হচ্ছে পাক মুলুকে। সেই প্রসঙ্গে শরিফ বলছেন, ''পাকিস্তানে বড় একটা ইভেন্ট হচ্ছে ২৯ বছর পরে। আমাদের দলের উপরে আমার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে। ওরা গোটা দেশকে গর্বিত করবে বলেই আমার বিশ্বাস।''
দুই দেশের সম্পর্কের বরফ এখনও গলেনি। ভারত আর পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ এখন আর হয় না। আইসিসি ও এসিসি-র টুর্নামেন্টেই কেবল দেখা হয় দুই দেশের।
এই বারুদে ঠাসা ম্যাচটা জিততে চায় দুই দলই। সেই কারণে ম্যাচের বহু আগে থেকেই রাজনৈতিক নেতারাও জড়িয়ে পড়েন খেলার সঙ্গে। পাক প্রধানমন্ত্রীও যেমন খেলা শুরুর আগেই আগুনে ঘৃতাহুতি দিলেন।
