আজকাল ওয়েবডেস্ক: নিজের এক্স হ্যান্ডেল থেকে ফের একবার কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, মানি হেইস্টের মত কাল্পনিক গল্প তো ভারতে প্রয়োজন নেই। এখানে কংগ্রেস রয়েছে যারা ৭০ বছর ধরে লুঠ চালিয়ে আসছে। আগামীদিনেও তাই করবে। হাত শিবিরের সাংসদদের বাড়ি ও কারখানা থেকে ৩৫০ কোটি টাকার বেশি উদ্ধার হওয়ার পর এভাবেই কংগ্রেসকে তোপ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, ওড়িশার কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে তল্লাশি চালিয়ে আয়কর দপ্তর বিপুল টাকা উদ্ধার করেছে। এই টাকা উদ্ধারকে দেশের অন্যতম বৃহত্তর অর্থ উদ্ধার বলে জানিয়েছে আয়কর দপ্তর। অর্থ উদ্ধারের পর থেকেই কংগ্রেসকে নানাভাবে বিদ্ধ করছে বিজেপি। এবার হেইস্টের সঙ্গে তুলনা টানলেন খোদ প্রধানমন্ত্রী।