আজকাল ওয়েবডেস্ক: সাংসদ পদ থেকে আগেই বহিষ্কৃত হয়েছেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র। আর এবার তাঁকে বাংলো খালি করার নোটিশ পাঠানো হল। এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই সাংসদ পদ খুঁইয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। যদিও সাংসদ পদ নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন মহুয়া। কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে মহুয়াকে। আগামী এক মাসের মধ্যে মহুয়া মৈত্রকে সরকারি বাংলো খালি করে দিতে বলা হয়েছে। লোকসভা স্পিকার ওম বিড়লা লোকসভায় ধ্বনি ভোটে খারিজ করে দিয়েছেন মহুয়া সাংসদ পদ। যদি তাঁকে বলার সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন কৃষ্ণনগরের এই তৃণমূল সাংসদ। এথিক্স কমিটি সমস্ত নিয়মভঙ্গ করেছেন বলেও সেদিন সংবাদমাধ্যমের সামনে বলেন মহুয়া। আর এবার তাঁকে সরকারি বাংলো খালি করার নোটিশ দেওয়া হল।
