আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন। সাত ম্যাচের মধ্যে তিনটে শতরান করেন। মনে হয়েছিল, ধারাবাহিকতার অভাবের যে তকমা গাঁয়ের সঙ্গে সেঁটে গিয়েছে, সেটা থেকে বোধহয় এতদিনে মুক্তি পেলেন সঞ্জু স্যামসন। কিন্তু ইংল্যান্ড সিরিজে আবার যে কে সেই! পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ফের ডাহা ব্যর্থ ভারতীয় উইকেটকিপার ব্যাটার। পাঁচ ম্যাচে মাত্র ৫১ রান। ফর্ম নিয়ে আবার সমালোচনার তীরে বিদ্ধ সঞ্জু। ইংল্যান্ডের বিরুদ্ধে বেশ কয়েকটা ইনিংসে একইভাবে আউট হয়েছেন। যা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত এবং রবিচন্দ্রন অশ্বিন। ৪-১ এ সিরিজ জেতা প্রমাণ করছে, সার্বিকভাবে ভাল খেলছে ভারতীয় দল। কিন্তু সঞ্জুর খারাপ ফর্ম প্রশ্ন তুলছে। সিরিজে ইডেন গার্ডেনে তাঁর সর্বোচ্চ রান। ২৬ করেছিলেন ভারতীয় ওপেনার।
তার এইভাবে বারবার আউট হওয়া মেনে নিতে পারছেন না অশ্বিন। নিজের ইউ টিউব চ্যানেলে তিনি বলেন, 'একজন ব্যাটার হিসেবে সঞ্জু এইভাবে আউট হতে থাকলে ওর মনের ওপরও একটা চাপ পড়বে। না চাইলেও এই নিয়ে ভাবতে বাধ্য হবে। বোলার ভাল বল করছে? না আমার কোনও খামতি রয়েছে? এই প্রশ্ন মনে ঘুরবে। আমি কি মানিয়ে নিতে পারব? এত প্রশ্ন উঠলে, বিষয়টা কঠিন হয়ে যাবে।' প্রাক্তন ভারত অধিনায়ক এবং মুখ্য নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তও স্যামসনের বর্তমান ফর্ম নিয়ে বিরক্ত। বারবার একইভাবে আউট হওয়ার জন্য তাঁর মুন্ডুপাত করলেন। শ্রীকান্ত বলেন, 'সঞ্জু স্যামসন বাস মিস করে গিয়েছে। পঞ্চমবার একইভাবে আউট হয়েছে। একই শট খেলে আউট হয়েছে। আমার মনে হয়, ও নিজের ইগো দেখানোর চেষ্টা করছে। ও হয়তো বলার চেষ্টা করছে, এই শট ও খেলবেই। ইগো দেখাচ্ছে? না সত্যিই হিমশিম খাচ্ছে? আমি নিশ্চিত নয়।' পঞ্চম টি-২০ তে তর্জনীর হাড়ে চিড় ধরে সঞ্জুর। এক মাসের বেশি মাঠের বাইরে থাকতে হবে। যার ফলে আইপিএলের প্রস্তুতির যথাযত সময় পাবে না। শ্রীকান্ত মনে করেন, যশস্বী জয়েসওয়ালকে দিয়ে ইনিংস ওপেন করানো উচিত। টি-২০ সিরিজে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ছিলেন ধ্রুব জুরেল। আইপিএলের পর টি-২০ দলে ঢুকে পড়তে পারেন ঋষভ পন্থও।
