আজকাল ওয়েবডেস্ক: নজিরবিহীন ঘটনা জাতীয় গেমসে।

২০০ মিটার রিলে ইভেন্টে নামার ঠিক আগের মুহূর্তে বাংলার সাঁতারু সৌবৃতি মণ্ডলের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরই সতীর্থরা। আর সেই ঝামেলা এত দূর গড়ায় যে শেষমেশ বাংলাকে আর নামতেই দেওয়া হয়নি ২০০ মিটার রিলেতে। সূত্রের খবর এমনটাই। 

সেই ইভেন্ট থেকে পদক জেতার সম্ভাবনা ছিল বাংলার। কিন্তু বাংলাকে নামতে না দেওয়ার ফলে পদক আর আসেনি।     

জাতীয় গেমসের ২০০ মিটার ব্যাক স্ট্রোক ইভেন্টে দিন কয়েক আগেই সোনা জিতেছিলেন সৌবৃতি। বাংলাকে প্রথম সোনা এনে দিয়েছিলেন ২৩ বছরের সাঁতারুই। 

এর আগে গোয়ায় অনুষ্ঠিত জাতীয় গেমসে ২০০ মিটার ব্যাক স্ট্রোকে রুপো পেয়েছিলেন তিনি। এবার তাঁর পদকের রং বদলায়। 

সেই সৌবৃতিকে নিয়েই ২০০ মিটার রিলের দল তৈরি হয়েছিল। কিন্তু মূল ইভেন্টে নামার আগে কল রুমে সতীর্থদের সঙ্গে রীতিমতো উত্তপ্ত বাক্যবিনিময় হয় সৌবৃতির বলেই সূত্রের খবর। 

রিলেতে তাঁকে এক নম্বরে রাখা হয়েছিল। এ নিয়েই যত বিপত্তি। সৌবৃতি নিজে চতুর্থ ল্যাপে নামতে চান। তার কারণ একটাই। শেষ ল্যাপে নামলে তিনি বাকিদের দুর্বলতা ঢেকে দিতে পারবেন। কিন্তু সতীর্থরা সৌবৃতির এহেন অনুরোধে কর্ণপাতই করেননি।  

এই নিয়েই শুরু হয় বাদানুবাদ। ক্রমে তার তীব্রতা এতটাই বাড়ে যে অন্যান্য রাজ্যের প্রতিযোগীরাও আপত্তি জানান। শেষমেশ বাংলাকে আর ২০০ মিটার রিলেতে নামতেই দেওয়া হয়নি। বাংলা না নামায় পদক আর আসেনি বাংলার ঝুলিতে।