আজকাল ওয়েবডেস্ক: আচমকা সম্পর্ক ভাঙার ঘোষণা করেন প্রেমিকা। হাতেপায়ে ধরেও প্রেমিকাকে ফিরিয়ে আনতে পারেননি। শেষমেশ দুঃখে থানায় ছুটলেন যুবক। পুলিশের কাছে বিচার চাইতে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করলেন। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। শনিবার পুলিশ জানিয়েছে, যুবক একটি লিভ ইন সম্পর্কে ছিলেন। কিন্তু সম্প্রতি তাঁর লিভ ইন সঙ্গী সম্পর্ক ভেঙে বাড়িতে চলে যান। যুবক মাদকাসক্ত ছিলেন। নিত্যদিন মদ্যপানের জন্য ঝামেলা হত দু'জনের মধ্যে। এই কারণেই সম্পর্ক ভেঙে বাড়িতে ফিরে যান যুবকের প্রেমিকা।
দিন কয়েক আগে প্রেমিকার বাড়িতে যান যুবক। সকলের সামনে কান্নাকাটি করে প্রেমিকাকে ফিরে আসতে অনুরোধ করেন। কিন্তু প্রেমিকা তাতে রাজি হননি। সেদিন প্রেমিকার মায়ের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছিলেন যুবক। যার পরেই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রেমিকা। পুলিশ শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। থানায় হাজিরা দিলেও, সেখানেও তাণ্ডব শুরু করেন যুবক। থানার বাইরে দাঁড়িয়ে পুলিশের সামনেই বিষপান করেন।
বিষপানের পরেই ঘনঘন বমি করতে শুরু করেন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করায় পুলিশ। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। পুলিশ ঘটনার তদন্ত জারি রেখেছে।
