আজকাল ওয়েবডেস্ক: ঘুরতে যেতে কে না ভালবাসে! আর সে যদি হয় বন্ধুর জন্মদিনের আমন্ত্রণ তাহলে তো কথাই নেই। কিন্তু এবার বন্ধুর জন্মদিনের আমন্ত্রণের এক বার্তা দেখলে চমকে উঠবেন আপনিও। বন্ধু জানালেন, জন্মদিনে আসতে গেলে প্রবেশমূল্য দিতে হবে ৪৯৯ ইউরো।
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি শেয়ার করেছেন আমন্ত্রণের সেই ছবি। তবে পুরোটাই ডিজিটালি। ব্যক্তি জানিয়েছেন, তিনি তাঁর জন্মদিনের পার্টি দিতে চান। যে কেউ চাইলে সেখানে অংশ নিতে পারেন। তবে তার প্রবেশমূল্য আকাশছোঁয়া। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্ক প্রায় ৪৩ হাজার। ইতিমধ্যেই সে কাহিনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ওই ব্যক্তি নিজের রেডিট অ্যাকাউন্টে পোস্ট করেন বিজ্ঞাপন দিয়ে। চমক রয়েছে আরও। যদি কেউ সঙ্গে অতিথি নিয়ে আসেন সেক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত আরও ২৫০ ইউরো। তবে এই আমন্ত্রণপত্রে উল্লেখ নেই যে, বিনামূল্যে মদ আর খাবারের আয়োজন রয়েছে কিনা। ফলে অর্থ খরচ করে বন্ধুর জন্মদিনে গিয়ে কী করবেন তা নিয়ে দানা বেঁধেছে ধোঁয়াশা।
সম্প্রতি পোস্টটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেছেন, বেশ মজার কাহিনি। এখনও পর্যন্ত পোস্টটি প্রায় ৭০ হাজারের বেশি ভিউ হয়েছে। কেউ আবার টিপ্পনী কেটেছেন, এটা আসলে একটা ফাঁদ। জন্মদিন উদযাপনের ছদ্মবেশে তহবিল সংগ্রহের জন্য এই কাজ করা হয়েছে। অনেকে আবার এমনও জানিয়েছেন যে, কোনও বন্ধু তাঁর জন্মদিনের আমন্ত্রণ এইভাবে জানিয়েছেন এটা শুনে নিছক মজা মনে হলেও এর পেছনে নিশ্চয় কোনও দূরভিসন্ধি কাজ করছে। অনেকেই ফেক নানা কাজের খপ্পরে পড়েন। সেরকমই একটি ঘটনা এটা। কারও বক্তব্য প্র্যাঙ্ক করা হয়েছে। শুধু মন্তব্য নয়, প্রচুর শেয়ারও হয়েছে ওই পোস্টটি।
