সংবাদসংস্থা মুম্বই: খুব ছোট বয়সে হারিয়েছিলেন মা স্মিতা পাটিলকে। বাবার যত্নেই বড় হয়ে ওঠা। অভিনয় জগতে পা দিয়েও শুরুতে এসেছিল নানা বাধা। এরপর টেকেনি প্রথম বিয়ে। ২০১৯ সালে বিয়ে করে প্রথম লকডাউনের সময়েই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। প্রাক্তন স্ত্রী সানিয়া সাগর এখন অতীত।
চার বছর আগে নতুন সম্পর্কে জড়িয়েছেন স্মিতা পাটিল এবং রাজ বব্বরের ছেলে, অভিনেতা প্রতীক বব্বর। বাঙালি অভিনেত্রীকে মন দিয়েছেন প্রতীক। মুম্বইয়ের বাঙালি নায়িকা প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন তিনি। সম্প্রতি, প্রতীম ডি গুপ্তর বাংলা ছবি 'চালচিত্র'-এ দেখা গিয়েছিল প্রিয়াকে। আগে নিজেদের সম্পর্ক আড়ালে রাখলেও এখন খুল্লাম খুল্লা জানান দেন যুগলে।
গত বছর থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন চলছিল বলিপাড়ায়। এবার এল সুখবর। ভালবাসা দিবসেই অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি চার হাত এক করতে চলেছেন প্রতীক-প্রিয়া। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিবার এবং কাছের বন্ধুদের সাক্ষী রেখেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। প্রতীকের বান্দ্রার বাড়িতেই বসবে বিয়ের আসর, খবর এমনটাই। অবশেষে প্রিয়ার হাত ধরে নতুন জীবন শুরু করতে চলেছেন প্রতীক। এই খবর প্রকাশ্যে আসছেই শুভেচ্ছার বন্যায় ভেসেছেন যুগলে।
