সংবাদ সংস্থা মুম্বই: হৃতিক রোশন ও তাঁর পরিবারের নানান জানা-অজানা কথা নিয়ে তৈরি হয়েছে ‘দ্য রোশনস’ তথ্যচিত্র। নেটফ্লিক্সে সম্প্রচারিত হওয়া এই তথ্যচিত্র ইতিমধ্যেই প্রশংসিত দর্শকমহলে। রোশন পরিবারের সম্পর্কে এত তথ্য আগে কখনও জনসম্মুখে আসেনি। হৃতিক ও তাঁর পরিবারকে নিয়ে এই তথ্যচিত্রে স্মৃতিচারণা করেছেন শাহরুখ খান থেকে শুরু করে বলিপাড়ার তাবড় তাবড় ব্যক্তিত্বরা। তবে এই তালিকায় নেই সলমন খান। অথচ রোশন পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সলমন। রাকেশের পরিচালনায় কাজ করেছেন ‘করণ অর্জুন’ ছবিতেও। এবার এই সম্পর্কে মুখ খুললেন খোদ রাকেশ। 

 

পরিচালক-প্রযোজক জানালেন, তিনি সলমনকে নিজে ৩-৪বার নিজে ফোন করে অনুরোধ করেছিলেন এই তথ্যচিত্রের জন্য যদি ও সময় বের করতে পারে। তাঁর কথায়, “এইমুহূর্তে সাংঘাতিক কাজের চাপ সলমনের। সব আগে থেকে শিডিউল করে রাখা। তার উপর ওঁর কিছু ব্যক্তিগত সমস্যা চলছে নানান বিষয় নিয়ে। সবমিলিয়ে তাই ও হাজির হতে পারেনি।”

 

‘দ্য রোশনস’ তথ্যচিত্রে শাহরুখকে বলতে শোনা গিয়েছে যে করণ অর্জুন ছবির শুটিংয়ে তিনি ও সলমন দু'জন্যেই দারুণ দুষ্টুমি করতেন। খুব উত্যক্ত করতেন রাকেশ রোশনকে। মাঝে মাঝে তা এতটাই বাড়াবাড়ির পর্যায় চলে যেত যে রাকেশের স্ত্রী পিঙ্কি রোশন বকা পর্যন্ত দিতেন শাহরুখকে। আর 'বাদশা'র জবাব কী থাকত? “আমি এসব কিছুই করিনি। সবকিছুর পান্ডা ওই সলমন।” অবশ্য শাহরুখ এও স্বীকার করে নিয়েছেন যে “বাবার বয়সী মানুষটার পিছনে বড্ড লাগতাম।”

 

এই প্রসঙ্গে মুখ খুলেছেন রাকেশ-ও। খানিক মজার সুরেই তিনি বলেন, “হ্যাঁ, তখন শাহরুখ-সলমন ছোট ছিল, তাই মজা করত। দুষ্টুমি তো করবেই ওই বয়সে। কিন্তু মাঝেমধ্যে তা বাড়াবাড়ির পর্যায় চলে যেত। আর মুশকিলটা হতো সেটের বাকিরা তখন তাঁর সঙ্গে যোগ দিতেন। ফলে শুটিং চালাতেই মুশকিল হতো কখনও সখনও। আমাকেও রাগিয়ে দেওয়ার প্রচুর চেষ্টা করত। কিন্তু আমি রাগ করতাম না। নিজেকে সংবরণ করতাম। প্রতিদিন সকালে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, আজ যেন মাথাগরম না করি। এরকম করেই করণ-অর্জুনের শুটিংটা কাটিয়ে দিয়েছিলাম।”