আজকাল ওয়েবডেস্ক: সুনীল গাভাসকরের পরে ভারতের সেরা ওপেনার কে? দেশের প্রাক্তন অধিনায়ক শচীন তেণ্ডুলকরের কথা বললেন না। রোহিত শর্মারও নাম নিলেন না। মহারাজ জানালেন, গাভাসকরের পরে ভারতের সেরা ওপেনার বীরেন্দ্র শেহবাগ। 

বীরেন্দ্র শেহবাগ 'নজফগড়ের নবাব' বলে পরিচিত। প্রথম বলই হোক বা নার্ভাস নাইন্টি, বীরু অকুতোভয় ব্যাটিং করতেন। সৌরভ অধিনায়ক থাকার সময়ে বহুবার শেহবাগকে সতর্ক করে দিতেন, কিন্তু বীরু সেই সব সতর্কতায় কর্ণপাত করতেন না। তিনি নিজের আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতেন। খুব কাছ থেকে শেহবাগকে দেখেছেন সৌরভ। সেই কারণেই সটান জানিয়ে দিলেন, কিংবদন্তি গাভাসকরের পরে বীরেন্দ্র শেহবাগই সেরা ওপেনার। 

ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ নিয়ে তথ্যচিত্র তৈরি করেছে নেটফ্লিক্স। তা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি। তার আগে নেটফ্লিক্স ২ মিনিট ১৩ সেকেন্ডের প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে। সেখানেই সৌরভকে বীরু সম্পর্কে বলতে শোনা গিয়েছে। 

এর আগে সেই ভিডিওয় সৌরভকে বলতে শোনা গিয়েছে, ভারতের পাক সফরকে ফ্রেন্ডশিপ ট্যুর নাম দেওয়া হয়েছিল কিন্তু মোটেও তা বন্ধুত্বপূর্ণ  ছিল না। শোয়েব আখতার ঘণ্টায় দেড়শো কিমি বেগে বল করছে। তাহলে আর বন্ধুত্বপূর্ণ হল কোথায়?''  

সৌরভের এহেন মন্তব্যের প্রেক্ষিতে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসকে বলতে শোনা গিয়েছে, ''দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় তুমি অসাধারণ। তোমাকে ছাড়া ভারতীয় ক্রিকেট অসম্পূর্ণ।'' সেই সৌরভ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জানিয়ে দিলেন বীরুই সেরা। 

শচীন তেণ্ডুলকর, রোহিত শর্মারা নিশ্চয় সৌরভের কথা শুনেছেন। তাঁরা কী বলেন, সেটাই দেখার।