আজকাল ওয়েবডেস্ক: আরও পিছিয়ে গেল বৈঠকের দিনক্ষণ। ১৭ নয়, ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ রবিবার এ ঘোষণা করেন। কী কারণে বৈঠক পিছিয়ে গেল, তা তিনি জানাননি। তবে সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে এই বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় বসবে বিজেপি বিরোধী দলগুলি।
মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেসের ভরাডুবির পর মল্লিকার্জুন খাড়গে তড়িঘড়ি করে ৬ ডিসেম্বর নয়া দিল্লিতে বৈঠকের ডাক দেন। কিন্তু বৈঠকের আগেরদিন জানা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব উপস্থিত থাকতে পারবেন না। সেই বৈঠক স্থগিত রেখে, এরপর আরজেডি সুপ্রিমো লালু যাদব ঘোষণা করেন, জোটের পরবর্তী বৈঠক হবে ১৭ ডিসেম্বর। এবার সেটিও পিছিয়ে গেল।