নিজস্ব সংবাদদাতা: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মণ্ডল।

বহুদিনের প্রেমিকের সঙ্গে চুপিসারে গাঁটছড়া বাঁধলেন প্রিয়াঙ্কা। ব্যবসায়ী প্রেমিক সুমন পালের সঙ্গে গত ২৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। পরিবারকে সাক্ষী রেখে মন্দিরে ভগবানের সামনে চার হাত এক হল জুটির। লাল বেনারসি, সোনার গয়নায় একদম সাবেকি সাজে সেজেছিলেন অভিনেত্রী। অন্যদিকে ধুতি-পাঞ্জাবিতে দেখা মিলল সুমনের। একেবারে ছিমছাম সাজে এদিন নতুন পথ চলা শুরু করলেন প্রিয়াঙ্কা-সুমন। 

শুভদিনের ছবি সমাজমাধ্যমে ভাগ করে সকলকে একেবারে চমকে দিয়েছেন প্রিয়াঙ্কা। আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "আসলে সবটাই খুব তাড়াতাড়ি হয়েছে। তাই কাছের বন্ধু আর পরিবারকে সাক্ষী রেখেই শুভ কাজ সেরেছি।"

প্রসঙ্গত, টেলিভিশন-ওটিটি এমনকী বড়পর্দায় কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা। নিজে বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও জীবনসঙ্গী হিসাবে বাছলেন একেবারে অন্য জগতের মানুষকেই। প্রিয়াঙ্কার এই পোস্টে তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তারকা থেকে নেটিজেনরা।