আজকাল ওয়েবডেস্ক: কে হবেন মরুরাজ্যের নতুন মুখ্যমন্ত্রী? গেরুয়া শিবির কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় ফিরলেও গত কয়েকদিন ধরে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। বৈঠক হচ্ছে দফায় দফায়। রাজ্যের নেতা নেত্রীরা আসছেন দিল্লিতে। আর এই প্রেক্ষাপটে রাজস্থানে বারবার ঘুরেফিরে চর্চার কেন্দ্রবিন্দুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। এর আগেও তাঁর সঙ্গে গেরুয়া শিবিরের বিধায়করা বৈঠকে বসেছিলেন। ফের মুখ্যমন্ত্রী নাম নিয়ে জল্পনার মাঝে বসুন্ধরার বাস ভবনে হাজির হলেন বিজেপি বিধায়করা। রাজস্থানের সরকার গঠনের দেরি হওয়ার দিকে আঙুল তুলে কংগ্রেস যখন পদ্মশিবিরের শৃঙ্খলার অভাবকে দায়ী করছে, তখনই সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, রবিবার রাজস্থানের বেশ কয়েকজন প্রাক্তন এবং বর্তমান বিধায়ক হাজির হয়েছেন বসুন্ধরা রাজের বাড়িতে। ইতিমধ্যে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিন নাম ঘুরে বেড়াচ্ছে রাজনীতির অলিন্দে। দৌড়ে একদিক রয়েছেন বাবা বালকনাথ, অন্যদিকে রয়েছেন দিয়া কুমারী, রাজ্যবর্ধন সিং রাঠৌর।
