আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ অতীত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজও। এবার ফোকাস দক্ষিণ আফ্রিকায়। আজ থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু ভারতের। সূর্যকুমার যাদবের নেতৃত্বে নামবে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার দক্ষিণ আফ্রিকা সিরিজ তরুণদের কাছে অগ্নিপরীক্ষা। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ডারবানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ছিলেন না শুভমন গিল। আজ ওপেনিংয়ে যশস্বী জয়েসওয়ালের সঙ্গে তাঁকে দেখা যেতে পারে। অজিদের বিরুদ্ধে ঋতুরাজ সফল হন। শতরানও পান। কিন্তু গিলের জন্য জায়গা ছাড়তে হতে পারে। শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংয়ের জায়গা পাকা। উইকেটকিপার ব্যাটার হিসেবে জীতেশ শর্মাকেই হয়তো দেখা যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটো ম্যাচে সুযোগ কাজে লাগান তিনি। প্রোটিয়া সফরে দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। সহ অধিনায়ক হিসেবে খেলবেন জাড্ডু। তাঁর সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে কুলদীপ যাদব না রবি বিষ্ণোইকে খেলানো হবে সেই নিয়ে আলোচনা চলছে। অভিজ্ঞতার নিরিখে এগিয়ে চায়নাম্যান। কিন্তু বর্তমান ফর্মের বিচারে বিষ্ণোই। অস্ট্রেলিয়া সিরিজে সর্বাধিক উইকেট পেয়েছেন। টি-২০ তে বোলারদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন। তাই আজ তারই পাল্লাভারী। নজর থাকবে রিঙ্কু সিং এবং মুকেশ কুমারের দিকে। দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে ভাল খেলেন দু"জনই। বিদেশেও কি সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন তাঁরা? দক্ষিণ আফ্রিকা দলেও কয়েকটা অদল বদল থাকছে। তেম্বা বাভুমার পরিবর্তে নেতৃত্ব দেবেন আইডেন মার্করাম। সাদা বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় নেই কুইন্টন ডি কক। তাঁর জায়গা খেলবেন ম্যাথিউ ব্রিৎজকে।
