আজকাল ওয়েবডেস্ক: টস জিতে ব্যাটিং নিয়ে বিপর্যয়ের মুখে মুম্বই। বোর্ডের চাপে পড়ে রনজি খেলতে নেমেছেন রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, শ্রেয়স আইয়াররা। কিন্তু জম্মু–কাশ্মীরের অনামী বোলারদের কাছে কেঁপে গেলেন তাঁরা।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া গ্রুপের ম্যাচে রোহিত করলেন মাত্র ৩ রান। টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিল মুম্বই। ওপেন করতে নামেন রোহিত–যশস্বী। বাঁহাতি ব্যাটার করলেন মাত্র ৫। রান পাননি শ্রেয়স আইয়ারও। ফিরে যান মাত্র ১১ রান করে। শিবম দুবে খাতাই খুলতে পারেননি। অধিনায়ক রাহানে করেন মাত্র ১২।
মুম্বইয়ের শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে জম্মু–কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই। অনামী বোলার আকিব নবির বলে এলবিডব্লিউ হন যশস্বী। রোহিত ১৯ বল খেলে ৩ রান করে আউট হন। উমর নাজিরের বল ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল উঠে যায়। লাল বলের বিরুদ্ধে রোহিতের দুর্বলতা ফের এক বার প্রকাশ্যে এল। বাউন্সারে বারবার বিব্রত হতে দেখা গিয়েছে রোহিতকে। রোহিতের ক্যাচ ধরেন যুধবীর সিং।
একই হাল শুভমান গিলেরও। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্নাটকের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছে পাঞ্জাব। ওপেন করেন শুভমান। কিন্তু আট বলের বেশি খেলতে পারেননি তিনি। ৪ রান করে অভিলাস শেট্টির বলে ক্যাচ দিয়ে ফেরেন শুভমান। পন্থ, জাদেজারাও রনজি খেলছেন। দিল্লি খেলছে সৌরাষ্ট্রের বিরুদ্ধে। সেই ম্যাচে রান পাননি পন্থও। করলেন মাত্র এক রান।
সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিতদের ক্রমাগত ব্যর্থতা চাপে রাখবে টিম ইন্ডিয়াকে।
প্রসঙ্গত, দীর্ঘ প্রায় দশ বছর পর রনজি খেলতে নামলেন রোহিত।
