নিজস্ব সংবাদদাতা: চলছিল 'সিকান্দর'-এর শুটিং। তাঁর মাঝেই শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট লাগে অভিনেত্রী রশ্মিকা মন্দানার।
 
 যার ফলে ছবির শুটিংও বন্ধ রয়েছে। এই কথা নিজেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। এই ঘটনার পর রশ্মিকাকে প্রথমবার বিমানবন্দরে দেখা গিয়েছে। মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন তিনি। নিজের পায়ে ভর দিয়ে ভাল ভাবে হাঁটতেও পারছেন না রশ্মিকা। এক পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইলচেয়ারে দেখা গেল অভিনেত্রীকে।
প্রকাশ্যে আসা ভিডিওয় দেখা যাচ্ছে, মাথায় টুপি এবং মুখে মাস্ক পড়ে হুইলচেয়ারে বসে বিমানবন্দরে এসেছেন তিনি। রশ্মিকাকে এভাবে দেখে চিন্তার ভাঁজ তাঁর অনুরাগীদের কপালেও। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন নেটিজেনরাও।
প্রসঙ্গত, এ আর মুরুগাদোসের পরিচালনায় রশ্মিকা মন্দানার সঙ্গে 'সিকান্দর' ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন সলমন খান। চলতি বছর ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি।
