আজকাল ওয়েবডেস্ক: দেশের আমলা নির্বাচনের পরীক্ষা ইউপিএসসির তারিখ ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ২২ জানুয়ারি, মঙ্গলবার থেকে শুরু হল এই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা। কমিশন নিজের অফিসিয়াল ওয়েবসাইটেও এই নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা upsc.gov.in -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন। সেখানেই আবেদন করতে পারবেন। জানা গিয়েছে, এই পরীক্ষা শুরু হবে মে মাসের ২৫ তারিখ নাগাদ। যাঁরা এই পরীক্ষায় বসতে চান তাদের আবেদন করতে হবে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারির মধ্যে। প্রথম ধাপে হবে প্রিলিমিনারি পরীক্ষা। এর সমস্ত প্রশ্নই থাকবে এমসিকিউ। 

 

 

কীভাবে আবেদন করবেন? প্রথমে upsc.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানের হোম পেজে গিয়ে ইউপিএসসির প্রিলিম এক্সাম ২০২৫ নোটিফিকেশনে ক্লিক করতে হবে। সেখানে অপশন থাকবে হোয়াটস নিউ। ক্লিক করতে হবে সেখানে। পরের ধাপে নতুন পেজ খুলে যাবে। সেখানে থাকা লিঙ্ক এ ক্লিক করতে হবে। এরপর ইউপিএসসি ২০২৫ নোটিফিকেশন পিডিএফ ফুটে উঠবে স্ক্রিনে। সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে হবে। প্রতি বছরই ইউপিএসসি পরীক্ষা ঘিরে টানটান উত্তেজনা থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলে মেয়েরা বসেন দেশের সর্বোচ্চ এই পরীক্ষায়। মাত্র পাঁচ বার বসা যায় এই পরীক্ষায়। প্রতি বছর কয়েক লক্ষ পরীক্ষার্থী বসেন এই পরীক্ষায়। বেশিরভাগই কৃতকার্য হতে পারেন না। 

 

 

এবার কত সংখ্যক শূন্যপদ রয়েছে? কমিশন জানিয়েছে, ৯৭৯টি শূণ্যপদ রয়েছে দেশের সর্বোচ্চ সিভিল সার্ভিস পরীক্ষায়। এর মধ্যে ৩৮ জন বিশেষভাবে সক্ষম লোকেরা এই ক্ষেত্রে চাকরির সুযোগ পাবেন। যাঁদের দৃষ্টিশক্তি কম কিংবা প্রায় একেবারেই দেখতে পান না এরকম ১২ জন লোকের জন্য শূন্যপদ বরাদ্দ রয়েছে। যাঁরা কানে কম শোনেন এরকম সাত জন লোকের জায়গা থাকবে এই পরীক্ষায়। আবেদন করার জন্য কত টাকা দিতে হবে? মাত্র ১০০ টাকা দিয়েই করতে পারবেন আবেদন। তবে মহিলা এবং তপশিলি জাতি, উপজাতির লোকেদের পরীক্ষা দেওয়ার জন্য কোনও টাকা লাগবে না।