রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ২২ জানুয়ারী ২০২৫ ১৩ : ০৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত পাঁচথুপি গ্রাম। আজ থেকে প্রায় ৮৭ বছর আগে সেখানে একটি রাজনৈতিক সভা করতে এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর মনে হয়েছিল, এই পাঁচথুপিকে ঠিক গ্রাম বলা চলে না। গ্রামের তকমা না থাক, তবুও পাঁচথুপিবাসীর হৃদয় এখনও নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মৃতি অমলিন। কারণ, ১৯২৯ সালের মে মাসে এই গ্রামের মাটিতেই পা পড়েছিল বিশ্ববরেণ্য নেতাজির।
ইতিহাসের পাতা ঘাঁটলে জানা যায়, পাঁচথুপির তৎকালীন জমিদার তথা কংগ্রেস নেতা সুনীলমোহন ঘোষ মল্লিকের সঙ্গে একসময় নেতাজির সখ্যতা গড়ে উঠেছিল। সেই সূত্রেই পাঁচথুপিতে একটি রাজনৈতিক সভা করতে এসেছিলেন নেতাজি। মল্লিক বাড়িতে একটি রাতও কাটান তিনি। আজও তাঁর লেখা চিঠি সযত্নে সংরক্ষিত রয়েছে ঘোষ মল্লিক বাড়িতে। দেশনায়ককে সম্মান জানিয়ে পাঁচথুপির নাগরিক মঞ্চের পক্ষ থেকে নেতাজির একটি পূর্ণাঙ্গ মূর্তিও স্থাপিত হয়েছে এই গ্রামের মাটিতে। প্রতি বছর ২৩ জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সাড়ম্বরে পালন করেন এলাকাবাসী।
জমিদারি না থাকলেও যে ঘরে নেতাজি নিশিযাপন করেছিলেন সেই ঘরটি এখনও রয়ে গিয়েছে। যদিও রক্ষণাবেক্ষণের অভাব তা আজ অনেকটাই পরিত্যক্ত। কিন্তু ঘোষ মল্লিক বাড়ির সঙ্গে নেতাজির সম্পর্ক যে কতটা গভীর ছিল তা আজও স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে ঘোরে। স্থানীয় বাসিন্দা আতাহার শেখ বলেন, ''সুনীলমোহন ঘোষ মল্লিকের কাছেই শুনেছি, নেতাজির পদধূলি পড়েছিল তাঁর বাড়িতে। পাঁচথুপির গ্রামীণ এলাকায় কংগ্রেসের একটি রাজনৈতিক সভা করার পর তার বাড়িতেই এক রাত কাটিয়েছিলেন তিনি। তখন মল্লিকবাবুর স্ত্রী তাঁকে লুচি আলুর দম রেঁধে খাইয়েছিলেন।'' তিনি আরও বলেন, ''কিন্তু পাঁচথুপিতে নেতাজি সুভাষ চন্দ্রের থাকার খবর তৎকালীন ইংরেজ সরকারের কাছে পৌঁছে যায়। তাই কাউকে কিছু না জানিয়েই রাতের অন্ধকারে 'ছদ্মবেশ' ধরে নেতাজিকে গঙ্গা পার হয়ে চলে যেতে হয়েছিল বর্ধমান। আজও আমরা পাঁচথুপিবাসী গর্ববোধ করি যে, আমাদের এই গ্রামের মাটিতে ওই বিশ্ববরেণ্য নেতার পদধূলি পড়েছিল।''
ঘোষ মল্লিক পরিবারের সদস্যা মৌমিতা ঘোষ জানান, আমাদের পরিবারের সঙ্গে নেতাজির যে সখ্যতা ছিল তা ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি। এছাড়া তাঁর লেখা চিঠিও আমরা দেখেছি। তাঁর মতো মহান ব্যক্তিত্বের সঙ্গে পাঁচথুপির যে এই সম্পর্ক তা অনেকে না জানলেও পাঁচথুপিবাসী হিসেবে আমরা গর্বিত।
নেতাজি সুভাষচন্দ্র বোসের পদধূলিতে পাঁচথুপির মাটি যে ধন্য এবং ঘোষ মল্লিক পরিবারে নেতাজির স্মৃতি যে কতটা অমলিন তার সাক্ষ্য আজও বহন করে চলেছে ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়ে থাকা ঘোষ মল্লিক জমিদার বাড়িটি।
নানান খবর

নানান খবর

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

চাইলেও বাবা মোবাইল দেননি, অভিমানে নিজেকে শেষ করে দিল আলিপুরদুয়ারের অষ্টম শ্রেণির ছাত্রী

সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, জেলায় প্রস্তুতি তু্ঙ্গে

এক টুকরো স্বর্গ বাঁকুড়ার বুকে! ঝিলিমিলি-তালবেড়িয়া ড্যাম ঘুরে আসুন গরমের ছুটিতে

রাগ ভাঙাতে গিয়ে বিবাদ চরমে, এক কোপে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলেন স্ত্রী, ভয়ঙ্কর কাণ্ডে তোলপাড় গ্রাম

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি