আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে নতুন আরও একটি সুবিধা এনে দিল ট্রাই। গোটা দেশে এবার চালু হতে চলেছে ইন্ট্রা সার্কেল রোমিং। এরফলে মোবাইলের নেটওয়ার্ক পরিষেবার অনেক বড় বদল ঘটতে চলেছে। এবার থেকে জিও, এয়ারটেল এবং বিএসএনএল গ্রাহকরা অনেক বেশি সুবিধা পাবেন। 

 


এই তিনটি মোবাইলের সিম যাদের কাছে রয়েছে তারা এবার থেকে ফোর জি নেটওয়ার্ক দেশের সব জায়গা থেকে পেতে পারবেন। এমনকি যদি তাদের নিজেদের মোবাইলের টাওয়ার না থাকে তাহলেও তাদের নেটওয়ার্ক নিয়ে কোনও অসুবিধা হবে না। তারা সব জায়গা থেকেই ফোর জি পরিষেবা অনায়াসেই পাবেন।

 


কেন্দ্রীয় সরকার দ্রুত চালু করতে চলেছে ডিবিএন। এর পুরো নাম হল ডিজিটাল ভারত নিধি। এতে নেটওয়ার্কের পরিষেবা অনেক বেশি উন্নত থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, এটি একটি দরকারি পরিষেবা। দেশের প্রতিটি মানুষ যদি সঠিকভাবে মোবাইল পরিষেবা পায় তাহলে দেশে কাজের পরিধি অনেকটাই ঠিক থাকবে। বিএসএনএল, এয়ারটেল এবং রিলায়েন্স খুব দ্রুত এর সঙ্গে যুক্ত হবে। দেশের প্রতিটি প্রান্তে মোবাইলের নেটওয়ার্ক নিয়ে এবার আর কোনও অসুবিধা থাকবে না। থাকবে ইন্টারনেট পরিষেবাও।


গোটা দেশে আপাতত ২৭ হাজার ৮৩৬ টি জায়গা খুঁজে বের করা হয়েছে যেখানে এই ডিবিএন বসানো হবে। ফোর জি পরিষেবা এতে উন্নত হবে সেটা তো বটেই। তবে ফাইভ জি পরিষেবা হবে আরও জোরালো। পাশাপাশি সিমছাড়া মোবাইল কানেকশন আগামীদিনে যাতে আরও বেশি তৈরি হয় সেদিকেও নজর দেওয়া হবে। দেশের ৩৫ হাজারের বেশি গ্রামে প্রায় ২৭ হাজারের বেশি নতুন টাওয়ার বসানো হবে বলেও জানানো হয়েছে।


যদি এটি সঠিকভাবে চালু হয়ে যায় তাহলে এই তিনটি মোবাইল কানেকশন যাদের রয়েছে তাদের নিজেদের নেটওয়ার্কের বাইরে থেকেও তারা ডিবিএন থেকে পরিষেবা পাবেন। ফলে দেশের যেকোনও প্রান্তে আপনি চলে যান না কেন আপনার মোবাইলের নেটওয়ার্ক থাকবে একেবারে টানটান। সেখানে আর কোনও ধরণের অসুবিধাই হবে না।