আজকাল ওয়েবডেস্ক: সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলল গুলির লড়াই। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, রাতভর গুলির লড়াইয়ে খতম অন্তত ১২ মাওবাদীর। ওড়িশা পুলিশ জানিয়েছে, মাওবাদীদের হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, একই সঙ্গে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণে অস্ত্র, বিস্ফোরক উদ্ধার করেছে। 

ঘটনা প্রসঙ্গে ওড়িশার ডিজিপি যোগেশ বাহাদুর খুরানিয়া জানিয়েছেন, গোয়েন্দা বিভাগের তথ্যের সূত্রে, ওড়িশা পুলিশ, ছত্তিশগড় পুলিশ এবং সিআরপিএফ  নোয়াপাড়া জেলার সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ছত্তিশগড়ের কুলারিঘাট সংরক্ষিত বনাঞ্চলে যায়।

মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে ১৯ জানুয়ারি রাতেই শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। সোমবার রাত থেকে চলে লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার ভোরেও গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই মহিলার। সীমান্তে দু’ পক্ষের লড়াই চলছে এখনও। ঘটনার আরও বিস্তারিত বিবরণ পুলিশের পক্ষ থেকে পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। 

পুলিশ সূত্রে খবর, ওড়িশা, ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে যৌথ আন্তঃরাজ্য অভিযানে এখনও ২০২৫ সালেই এখনও পর্যন্ত ১৫জন মাওবাদীর মৃত্যু হয়েছে।