আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। উইকেট কিপার হিসেবে রোহিত শর্মা ও অজিত আগরকরের প্রথম পছন্দ ঋষভ পন্থ। কেন দলে জায়গা হল না সঞ্জুর? কেন নেওয়া হল পন্থকে?   
দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর ব্যাখ্যা দিলেন তার। লিটল মাস্টার বলেছেন, ''সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া খুব কঠিন সিদ্ধান্ত। বিশেষ করে যে সেঞ্চুরির পর সেঞ্চুরি করে চলেছে তাকে বাদ দেওয়া খুব কঠিন ব্যাপার। তবে সঞ্জুর লড়াইটা ঋষভ পন্থের সঙ্গে। পন্থ গেম চেঞ্জার হিসেবে বেশি পরিচিত। পাশাপাশি পন্থ একজন বাঁ হাতি ব্যাটার। সম্ভবত পন্থ ভাল উইকেট কিপার। যদিও ব্যাটিংয়ের হাত পন্থের থেকে স্যামসনের ভাল।'' 

তবুও স্যামসন জায়গা পেলেন না? লিটল মাস্টার বলছেন, বাদ দেওয়ার কোনও যুক্তিই নেই। তবে সঞ্জুর থেকে পন্থ অনেক দ্রুত ম্যাচের রং বদলে দিতে পারে। এই একটা কারণেই হয়তো স্যামসনকে বাদ প়তে হল। তবে দল থেকে বাদ পড়ার জন্য সঞ্জুর ভেঙে পড়লে চলবে না। কারণ দেশবাসী ওর পাশে রয়েছে। ও যা অর্জন করেছে তার জন্য গর্বিত।'' 

সঞ্জু স্যামসনের বাদ পড়া মেনে নিতে পারেননি অনেকেই। তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর কাঠগড়ায় তুলেছেন কেরল ক্রিকেট সংস্থাকে। কেরল ক্রিকেট সংস্থা আবার সঞ্জু স্যামসনকে একহাত নিয়ে বলেছে, দায়সাড়া ভাবে এক লাইনের মেসেজ দিয়ে ছেড়ে দিয়েছিল সঞ্জু। সেই কারণে বিজয় হাজারে ট্রফির দলে নেওয়া যায়নি সঞ্জুকে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হল না সঞ্জুর।