আজকাল ওয়েবডেস্ক:‌ জীবনের শেষ টেস্টটা ওয়াংখেড়েতেই খেলতে চেয়েছিলেন। যাতে তাঁর মা মাঠে বসে খেলা দেখতে পারেন। এত বছর পর খোলসা করলেন শচীন তেন্ডুলকার। 
শচীন যখন কেরিয়ারের শেষ প্রান্তে, তখন বোর্ড সচিব ছিলেন এন শ্রীনিবাসন। শচীন তখন অনুরোধ করেছিলেন যেন, শেষ টেস্টটা ওয়াংখেড়েতে দেওয়া হয়। যাতে তাঁর মা মাঠে বসে প্রথমবার ছেলের আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পান। 


প্রসঙ্গত, ছেলের খেলা দেখতে শচীনের মা কোনওদিন মাঠে যাননি। গিয়েছিলেন ছেলের শেষ টেস্ট দেখতে। নভেম্বরের ১৪ থেকে ১৬ সেই টেস্ট হয়েছিল। তিন দিনেই শেষ হয়ে গিয়েছিল খেলা। ভারত ইনিংস ও ১২৬ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। শতরান করেছিলেন রোহিত ও পুজারা। শচীন করেছিলেন ৭৪। ভারত তুলেছিল ৪৯৫। 


শচীন বলেছেন, ‘‌সিরিজের সূচি ঘোষণার আগে আমি বোর্ডকে অনুরোধ করেছিলাম। বোর্ডকে জানিয়েছিলাম, শেষ ম্যাচটা মুম্বইয়ে খেলতে চাই। দেশের হয়ে ২৪ বছর খেলেছি। কিন্তু আমার মা কোনওদিন আমার খেলা দেখতে মাঠে যাননি। ওই সময় মায়ের শরীরও ভাল ছিল না। তাই বোর্ডকে অনুরোধ করেছিলাম শেষ টেস্টটা ওয়াংখেড়েতে দিতে। যাতে মা খেলা দেখতে মাঠে যেতে পারেন। বোর্ড এই অনুরোধটা মেনে নিয়েছিল।’‌


শচীন আরও বলেছেন, ‘‌যখন প্রথম দিন ব্যাট করতে নামলাম। তখন খেলা প্রায় শেষের দিকে। যখন মাঠে নামি সবাই আমাকে সম্মান জানাচ্ছিল। আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। চোখ থেকে জল বেরিয়ে আসছিল। কিন্তু শেষ ওভারের আগে জায়ান্ট স্ক্রিনের দিকে চোখ চলে যায়। মা খেলা দেখছিলেন। কিন্তু বুঝতে পারেননি যে জায়ান্ট স্ক্রিনে তাঁকে দেখানো হচ্ছে।’‌