আজকাল ওয়েবডেস্ক: মদ নিষিদ্ধ গোটা রাজ্যে। সেই 'ড্রাই' বিহারে বারবার বিষমদকাণ্ডে প্রাণহানি অব্যাহত। নতুন বছরে আবারও বিষমদকাণ্ডে মৃত্যুমিছিল বিহারের চম্পারণ জেলায়। শুধুমাত্র এই জেলাতেই বিষমদ খেয়ে মৃত বেড়ে সাত। কীভাবে রাজ্যে মদ আসছে, কারা চোরাকারবারে জড়িত, তা খতিয়ে দেখতে চলছে উচ্চপর্যায়ের তদন্ত।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, ১৫ জানুয়ারি চম্পারণ জেলায় বিষমদকাণ্ডে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চারদিনের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত। মৃত সাতজনের অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে। এই সাতজন লোরিয়া থানা এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, বিষমদ খেয়েই তাঁদের মৃত্যু হয়েছে। অন্যদিকে প্রশাসন জানিয়েছে, সাতজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ট্রাকের ধাক্কায়, আরেকজনের শারীরিক অসুস্থতার কারণে। বাকি পাঁচজনের মৃত্যু কীভাবে হয়েছে, তা ঘিরে তদন্ত চলছে। প্রত্যেকেই বিষমদ খেয়েছিলেন বলে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন।
পশ্চিম চম্পারণের ডিডিসি সুমিত কুমার জানিয়েছেন, উচ্চপর্যায়ের তদন্ত চালাতে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি রিপোর্ট জমা দেবে। রাজ্যে বিষমদ চোরাকারবারিদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।
