রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৯ ডিসেম্বর ২০২৩ ১৩ : ১৯Sumit Chakraborty
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: ‘হার ভুলে মাঠে নেমে পড়ুন। লোকসভা নির্বাচন দোরগোড়ায়। আর বিলম্ব নয়, এখনই নেমে পড়তে হবে।’ চার রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে এই বার্তাই দিল কংগ্রেস হাইকমান্ড। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে দলের। পাঁচ রাজ্যের মধ্যে কেবল তেলেঙ্গানায় মুখরক্ষা হয়েছে কংগ্রেসের। বাকি চার রাজ্যে দলের হার নিয়ে পর্যোলোচনা বৈঠক অনুষ্ঠিত হল রাজধানী দিল্লিতে। শুক্রবার ও শনিবার মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং মিজোরামের কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠক করলেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, কে সি বেণুগোপালরা। বৈঠক থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, লোকসভা নির্বাচন আসন্ন, বিধানসভা ভোটের হার ভুলে ঐক্যবদ্ধভাবে লোকসভা নির্বাচনে লড়তে হবে। এজন্য এখন থেকেই রাজ্যে রাজ্যে নেমে পড়তে হবে। শনিবার ২৪, আকবর রোডে কংগ্রেস দপ্তরে রাজস্থানের হার নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। ওই বৈঠকে অশোক গেহলট, শচীন পাইলট, গোবিন্দ সিং দোটাসারারা হাজির হয়েছিলেন। বৈঠকের পর দলের ইন-চার্জ সুখজিন্দর সিং রনধাওয়া দাবি করেন,‘ভোট শেয়ারের নিরিখে বিজেপির থেকে সামান্য পিছিয়ে কংগ্রেস। বেশ কিছু আসনে সামান্য ভোটের জন্য হারতে হয়েছে। শীর্ষ নেতৃত্ব আমাদের পরামর্শ দিয়েছে লোকসভা নির্বাচনের জন্য আজ থেকেই যেন নেমে পড়তে হবে।’
মধ্যপ্রেদশের ভোট ভরাডুবি নিয়ে শুক্রবার বৈঠক হয়। বৈঠকের পরে রাজ্যের ভারপ্রাপ্ত নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ‘প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল হবে কি না, পরিষদীয় দলের নেতা কে হবেন, তা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঠিক করবেন।’সেদিনই ছত্তিশগড়ের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক হয়। রাজ্যের এইআইসিসি ইন-চার্জ কুমারী শেলজা জানান,পাঁচ বছর সরকারে থাকলেও কংগ্রেসের ভোটের হার কমেনি। সবাই জয়ের বিষয়ে নিশ্চিত ছিল। তবে কংগ্রেস লোকসভা নির্বাচনে পুরো শক্তি দিয়ে লড়বে দল। সূত্রের খবর শিগগিরই রাজ্যে সংগঠনে রদবদল করবে কংগ্রেস। তিন রাজ্যের নেতারাই শীর্ষ নেতৃত্বকে আশ্বস্ত করেছেন বিধানসভা ভোটের ফলাফল থেকে শিক্ষা নিয়ে লোকসভা ভোটে ঘুরে দাঁড়াবে দল। ৩ রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে হারই কংগ্রেসকে সবথেকে বেশি ধাক্কা দিয়েছে। কারণ, এই দুই রাজ্যে জয় নিয়ে কংগ্রেস নেতৃত্ব নিশ্চিত ছিলেন। শনিবার মিজোরামের হার নিয়েও পর্যালোচনা বৈঠক করেছে কংগ্রেস।
এদিকে, ভোটের ফল প্রকাশের ৬ দিন অতিক্রান্ত হলেও বিজেপি এখনও ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী-মুখ বাছাই করতে পারেনি। বিজেপি সূত্রে জানা গেছে, আগামী কয়েদিনের মধ্যেই নাম ঘোষণা হয়ে যাবে। পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে তিন রাজ্যেই। তারা বিধায়ক দলের বৈঠক করবেন। তারপরেই ঘোষণা হবে মুখ্যমন্ত্রীর। বিজেপির মুখ্যমন্ত্রী বাছাইয়ে দেরি নিয়ে কংগ্রেস কটাক্ষ করছে। দলের নেতা অশোক গেহলট বলেন,‘কংগ্রেসের মুখ্যমন্ত্রী বাছতে দেরি হলে গেলগেল রব তুলে দেওয়া হয়, আজ ৬ দিন হয়ে গেল এখনও বিজেপি মুখ্যমন্ত্রী বাছাই করতে পারলনা!
নানান খবর

নানান খবর

বিয়ের খরচে কাটছাঁট, টাকা বাঁচিয়ে গ্রামবাসীদের জন্য রাস্তা তৈরি, নবদম্পতিকে আশীর্বাদে ভরালেন সকলে

মদ্যপান ছাড়তে বলেছিলেন ছেলে-বউমা, যা শুনেই হাড়হিম কাণ্ড ঘটালেন অবসরপ্রাপ্ত হোমগার্ড শ্বশুর

পাকিস্তান বধের চূড়ান্ত প্রস্তুতি? প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন বায়ু-সেনা প্রধান

টিকিট বুকিং করলেই আসবে ওটিপি, নতুন নিয়ম করল ভারতীয় রেল

উপোস করলেই রোগমুক্তি! বাবা-মায়ের চাপে না খেয়ে প্রাণ গেল টিউমার আক্রান্ত ৩ বছরের শিশুর

গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে

রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের

'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা! বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী?

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের