আজকাল ওয়েবডেস্ক:‌ ২০১২ সালের পর ফের রনজি ট্রফিতে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে?‌ একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ২৩ জানুয়ারি থেকে রাজকোটে শুরু হবে দিল্লি–সৌরাষ্ট্র রনজি ম্যাচ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিরাট এখনও সরকারিভাবে জানাননি যে তিনি খেলবেন। তবে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিরাট রাজকোটে গিয়ে দিল্লি দলের সঙ্গে যোগ দেবেন ও অনুশীলন করবেন। তবে খেলবেন কিনা তা ওই রিপোর্টে স্পষ্ট করা হয়নি। আর যদি খেলেন তাহলে ২০১২ সালের পর ফের রনজি ট্রফি খেলতে দেখা যাবে বিরাটকে। ঋষভ পন্থ যে খেলবেন তা আগেই স্পষ্ট করে দিয়েছেন।


বর্ডার গাভাসকার ট্রফিতে বিপর্যয়ের পর বোর্ড একাধিক কড়া সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে অন্যতম হল আন্তর্জাতিক ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করা। ইতিমধ্যেই রোহিত, শুভমান, যশস্বী, পন্থরা জানিয়ে দিয়েছেন যে তারা নিজ নিজ রাজ্য দলের হয়ে ক্রিকেট খেলবেন। কিন্তু বিরাট নিশ্চিত করে কিছু জানাননি। এখন শোনা যাচ্ছে, তিনি দিল্লির দলের সঙ্গে যোগ দিতে পারেন।


তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে যারা দলে রয়েছেন, তারা রনজি খেলতে পারছেন না স্বাভাবিকভাবেই। যেহেতু বিরাট, রোহিতরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাই তাদের খেলার সম্ভাবনা। আর গিল, যশস্বী, পন্থরা টি২০ সিরিজে নেই। ফলে তারাও খেলবেন রনজি। বিরাট, রোহিত, গিল, পন্থরা একেবারে ফিরবেন ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যার দল নির্বাচন রবিবারের মধ্যেই হয়ে যাওয়ার কথা।