আজকাল ওয়েবডেস্ক: এসএলএসটি চাকরিপ্রার্থীদের অভিনব বিক্ষোভ কর্মসূচি। হাজার তম দিনে মাথা মুড়িয়ে প্রতিবাদ করলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের অল মেরিট লিস্টের চাকরিপ্রার্থীদের শনিবার এক হাজারতম দিন হল। এই কর্মসূচিতে এক মহিলা চাকরিপ্রার্থী নিজের মাথা মুড়িয়ে এই কর্মসূচিকে এক নতুন রূপ দিলেন। আবেদন করলেন, অবিলম্বে তাঁর মতো চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হোক। চাকরিপ্রার্থীদের অভিযোগ, যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি পাচ্ছেন না। অযোগ্যরা চাকরি করছেন। ২০১৬ সালের এসএলএসটি-র নম্বরভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হয়নি। সামনের সারির মেধাকে বঞ্চিত করে পিছনের সারির প্রার্থীদের অবৈধ নিয়োগ করা হয়েছে। এর আগে ২০১৯ সালে ২৯ দিন অনশন করেছিলেন এই চাকরিপ্রার্থীরা। তাঁদের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু তারপরও ভাগ্যে জোটেনি চাকরি। ২০২১ সালে সল্টলেকে ১৮৭ দিন ধর্না দেন এই চাকরিপ্রার্থীরা। এরপর গত এক হাজার দিনরাত কেটেছে রাস্তায়। কিন্তু চাকরি জোটেনি। তাই এদিন এই অভিনব প্রতিবাদ দেখালেন চাকরিপ্রার্থীরা।
