আজকাল ওয়েবডেস্ক: জুহু বিচের আবর্জনা পরিস্কার করতে এবার আসরে নামলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। শনিবার মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। এরপরই মুম্বইয়ের জুহু বিচে তিনি স্বচ্ছতা অভিযানে অংশ নেন। এর আগে তিনি নাগপুরের যান। সেখানে গিয়ে তিনি বৃষ্টির জন্য যে ফসলের ক্ষতি হয়েছে তা পর্যবেক্ষণ করেন। শিণ্ডের সঙ্গে ছিলেন উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং কৃষিমন্ত্রী ধনঞ্জয় মুণ্ডে। নাগরের বিস্তীর্ণ অংশে বৃষ্টির জন্য ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। প্রায় ১২৪ টি গ্রামের বাসিন্দারা এরফলে প্রবল সমস্যায় পড়েছেন। একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে ৮৫২ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। অসময়ের বৃষ্টির ফলে কৃষকরা প্রচুর সমস্যায় সম্মুখীন হয়েছে। কেন্দ্র সরকারকে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। মহারাষ্ট্রের জন্য অবিলম্বে অর্থ বরাদ্দ করা হোক বলে দাবি জানিয়েছেন শিণ্ডে। বিষয়টি সংসদের উভয় কক্ষে তোলার দাবিও জানিয়েছেন শিণ্ডে।
